Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউন এর ফলে তমলুকে পানচাষিরা ক্ষতির মুখে

রাজ্য সরকার পানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনো ব্যবসা করতে পারছে না পান ব্যবসায়ীরা। পান বাজার খোলা নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন তাম্রলিপ্ত বিটিলস্ সাপ্লাইয়ারস অ্যাসোসিয়েশন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহ…





রাজ্য সরকার পানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেও এখনো ব্যবসা করতে পারছে না পান ব্যবসায়ীরা। পান বাজার খোলা নিয়ে জেলা শাসকের সঙ্গে বৈঠক করলেন তাম্রলিপ্ত বিটিলস্ সাপ্লাইয়ারস অ্যাসোসিয়েশন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আপৎকালীন ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দান করলেন। জেলাশাসক পার্থ ঘোষ এর হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন তাম্রলিপ্ত সাপ্লাইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
তমলুক এলাকায় ছটি পানবাজার রয়েছে।এই ছটি পান বাজারে প্রায় 500 ব্যবসায়ী পান ব্যবসা করে থাকেন। এই বাজার গুলিতে প্রায় লক্ষাধিক পানচাষি তাদের পান বিক্রি করতে আসেন। বর্তমান সমস্যা হল পানবাজার গুলিতে যে প্রচুর পরিমাণে চাষী পান বিক্রি করতে আসে সেখানে সোশ্যাল ডিসটেন্স মেনে চলা খুবই কষ্টসাধ্য। তাইপান ব্যবসায়ীরা পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ এর সাথে এদিন আলোচনা করেন। পাশাপাশি তমলুক থেকে যেসব গাড়িতে করে পান ভিন রাজ্যে যায় সেখানেও দেখা দিয়েছে সমস্যা। ফলে পান এর উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেও পান ব্যবসায়ীরা এখনো বাজার খুলতে পারছে না। একদিকে যেমন ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছে। অন্যদিকে তমলুকের প্রায় লক্ষাধিক পান চাষী তাদের পান বাজারে বিক্রি না করতে পারার ফলে বরজের মধ্যেই পড়ে রয়েছে পান। এখন দেখার বিষয় কবে সোশ্যাল ডিসটেন্স মেনে পানবাজারগুলি খোলা হয়।