করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। 14 তারিখে লকডাউন শেষ হওয়ার কথা ছিল কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী আবার লক ডাউন 30 তারিখ পর্যন্ত চলবে বলে ঘোষণা করেছেন। তবে সাধারন বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে ঠিকঠাক পেতে পারেন সে জন…
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। 14 তারিখে লকডাউন শেষ হওয়ার কথা ছিল কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী আবার লক ডাউন 30 তারিখ পর্যন্ত চলবে বলে ঘোষণা করেছেন। তবে সাধারন বাসিন্দারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যাতে ঠিকঠাক পেতে পারেন সে জন্য সরকারের তরফ থেকে নানান ব্যাবস্থা নেওয়া হয়েছে। খোলা রাখতে বলা হয়েছে ভূষিমাল সহ নিত্য সামগ্রীর দোকান। বিভিন্ন এলাকায় স্বেচ্ছাসেবী সংস্থা গুলি থেকেও দুস্থ সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করা হচ্ছে।
সেই রকমই দেখা গেল তমলুকের উত্তরচড়া শংকরআরা শান্তি সংঘের উদ্যোগে এলাকা দুস্থ
বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সাহায্য করা হয়েছে। এই দিন সকাল থেকেই এলাকার মানুষরা আস্তে শুরু করে। তাদের মধ্যে বিস্কুট মুড়ি আলু সোয়াবিন এবং হাত ধোয়ার সাবান দিয়ে সাহায্য করা হয়েছে। করোনা আতঙ্কে এলাকাবাসী যথেষ্ট সতর্ক এবং সচেতন প্রত্যেকেই দূরত্ব মেনটেন করেছে। সংস্থার পক্ষ থেকে স্যানিটাইজার দিয়ে হ্যান্ড স্যানিটারি করা হয় ।
সংস্থার সম্পাদক অপূর্ব মিশ্র জানালেন, মহামারীর জন্য জীবন জীবিকা সব বন্ধ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র মধ্যে চাল ডাল আটা রেশনে দেওয়া হচ্ছে। কিন্তু অন্যান্য সামগ্রী মানুষের কেনার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তাই এলাকার কিছু দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী সাহায্য করা হলো। যেহেতু লকডাউন বেড়েছে তাই পরবর্তী সময়ে আমরা আরো সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।
সংস্থার সহ-সভাপতি দিলীপ কুমার বেরা, জানালেন এই দিন প্রায় 300 দুস্থ পরিবারকে আমরা সাহায্য করতে পেরেছি। এই এলাকায় অনেক মানুষ আছে যারা দিন আনে দিন খায় নিম্নবিত্ত। তাই পরবর্তী সময় আমরা আবারও চেষ্টা করব সাহায্য করার।