Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নেশা করে মৃত দুই যুবক

মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত্যু হল দুইজন যুবকের। গুরুতর অসুস্থ আরও দুইজন কাঁথি মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতরা হল কাঁথি থানার পিছাবনির বাসিন্দা  ভরত দাস (১৮) ও মারিশদা থানার শিল্লিবাড়ি এলাকায় পঙ্কজ দাস (৩২)। গু…




মদ না পেয়ে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত্যু হল দুইজন যুবকের। গুরুতর অসুস্থ আরও দুইজন কাঁথি মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মৃতরা হল কাঁথি থানার পিছাবনির বাসিন্দা  ভরত দাস (১৮) ও মারিশদা থানার শিল্লিবাড়ি এলাকায় পঙ্কজ দাস (৩২)। গুরুত্বর অসুস্থ  গঙ্গু দাস (৩০) ও গৌতম দাস (৩৭)।

 জানাগেছে মারিশদা থানার শিল্লিবাড়ির বাদিন্দা পঙ্কজ,গঙ্গু দাস ও গৌতম দাস। লক ডাউনের মধ্যে চার জন মিলে মদ খাওয়ার পরিকল্পনা নিয়ে জমায়েত হয়েছিলো বলে জানা গেছে।তবে  এলাকায় মদ না পেয়ে চারজন মিলে শুক্রবার দুপুরে হোমিওপ্যাথি ঔষুধ কিনে খেয়ে নেয়। এর পর থেকেই অসুস্থ হতে থাকে।শনিবার বাড়িতে এই  চার জনের অসুস্থতা আরো বাড়ে। এরপর বাড়ির লোকেরা চারজনকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করে। শনিবার দুপুরে ভরতকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসক। শনিবার রাতে হাসপাতালে মৃত্যু হয়েছে পঙ্কজের।

 মারিশদা থানার পুলিশ পুরো ঘটনাটি তদন্ত শুরু করেছে।পুলিশ ঔষুধের শিশিটি উদ্ধার করেছে। অসুস্থ গৌতম দাসের স্ত্রী প্রতিমা দাস বলেন এমনিতেই এরা মদ্যপান করে । লকডাউন এর কারণে ১০-১২ দিন কোথাও মদ পাওয়া যায়নি তাই এরা মদ না পেয়ে একটি দোকান থেকে হোমিওপ্যাথি ওষুধ কিনে খেয়ে নেয় বলে জানা গেছে। শনিবার দুপুরে খাওয়ার জন্য ডাকাডাকি করলে খেতে রাজী হয়নি।বারবার ডাকলেও খেতে রাজী হয়নি। পরে অসুস্থতা আরো বাড়লে এদের বাড়ি থেকে হাসপাতালে আনা হয় ।ঘটনাটিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার মৃতদেহ দুটি ময়নাতদন্ত করা হবে কাঁথি মহকুমা হাসপাতালে।