করোনা ভাইরাসের জেরে সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। দুঃস্থ পরিবার গুলির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে না অর্থের অভাবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দুঃস্থ পরিবার গুলিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী …
করোনা ভাইরাসের জেরে সারা দেশ জুড়ে চলছে লক ডাউন। যার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। দুঃস্থ পরিবার গুলির নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে পারছে না অর্থের অভাবে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা দুঃস্থ পরিবার গুলিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছে। এবারে লক ডাউনে সমস্যায় পড়া দুঃস্থ পরিবারগুলির পাশে দাঁড়ালো ছয় কন্যাশ্রী। নন্দকুমার বিধানসভার নারাণদাঁড়ি গ্রামের ৬ জন ছাত্রী মিলে তাদের কন্যাশ্রীর হাজার টাকা করে দিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দিলো। প্রতিদিন ফেসবুক কিংবা সংবাদমাধ্যমে মহামারি করোনা ভাইরাসের ফলে গোটা বিশ্বে কি হচ্ছে এবং লক ডাউনের জন্য সাধারণ দুঃস্থ মানুষ কি পরিস্থিতিতে পড়েছে তা তারা জানতে পারছে। তাই ছ জন বান্ধবী মিলে সিদ্ধান্ত নেয় তারাও অসহায় মানুষের পাশে দাঁড়াবে। নিজেরাই সাইকেল নিয়ে সাতটি গ্রামের একবারে দুঃস্থ ১০০ জনের নামের তালিকা তৈরি করে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যা ও বিধায়কের সঙ্গে কথা বলে ব্যবত্তাতে ঐ ১০০ জন দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু, আটা সহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়। এই মহামারি করোনা ভাইরাসের মোকাবিলায় ছয় কন্যাশ্রী সামিল হতে পেরে খুশি তারা। আগামী দিনে এই পরিস্থিতিতে আরো দুঃস্থ মানুষের পাশে তারা দাঁড়াতে চায়। নিজের বিধানসভায় ছয় কন্যাশ্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক।