Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার সাপ্তাহিক কলম সম্মাননা

বুমেরাং/শতদ্রু মজুমদার
-------------
ভর দুপর বেলা !চার দিক শুনশান l কাঁটা পুকুরে চান করতে এসেছে মহাদেব l হঠাৎ দেখলো মাঝ পুকুরে একটা লোক ডুব দিয়ে আর উঠলো না !মহাদেব থ !আশে পাশে কেউ নেই l কথাটা কাউকে বলা উচিত !কিন্তু কাকে বলবে ?চু…


বুমেরাং/শতদ্রু মজুমদার
-------------
ভর দুপর বেলা !চার দিক শুনশান l কাঁটা পুকুরে চান করতে এসেছে মহাদেব l হঠাৎ দেখলো মাঝ পুকুরে একটা লোক ডুব দিয়ে আর উঠলো না !মহাদেব থ !আশে পাশে কেউ নেই l কথাটা কাউকে বলা উচিত !কিন্তু কাকে বলবে ?চুপ চাপ ঘরে চলে আসে সে !বউ কে বলে :শরীরটা ভালো লাগছে না --তাই আর নাইলুম না !
--ভাত খাবে তো ?
--এখন ইচ্ছে করছে না !
বলে বিছানায় দেহ ফেলে দিল !কিন্তু ঘুম এলো না l মন জুড়ে ওই লোকটা !
বিকাল হতে চাউর :কাঁটা পুকুরে একটা লোক ডুবে গেছে l
#
মহাদেব সবজি বিক্রেতা l কিন্তু দু দিন ধরে সে বাজারে যাচ্ছে না l ভয়ে :কেউ যদি বলে যে তুমি তো দেখেছো লোকটা কে ডুবে যেতে !
পাঁচ দিন সে বাজারে যায় নি l অন্য লোক তার জায়গায় বসছে l তাকে আর তোলা যাবে না l মহাদেব এখন ঘুরে ঘুরে ডাব বিক্রি করে !
#
একদিন খুব ভোর বেলা সে ন কাঠার বাগানে একটা হাজারি গাছে উঠলো ডাব চুরি করতে !অনেক কষ্টে অনেকটা ওঠে কাঁধি ধরতে যাবে অমনি পা হড়কে ধপাস !
#
জ্ঞান হারাতে হারাতে মহাদেব দেখলো ডোবার ওপার থেকে একটা লোক তাকে দেখতে দেখতে চলে যাচ্ছে !