#সাপ্তাহিক_প্রতিযোগিতা_পর্ব_৫
#শিরোনামঃমনের_সাধ
#কলমে_গৌরী_পাল
১১/৪/২০২০
সবিতা দেবী কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকেছেন,
বাড়িতে ঢুকেই পুরনো স্মৃতি জড়ানো অ্যালবাম চোখে পড়ল।
তার স্বামী দুই সন্তানের সঙ্গে সাদা কালো ছবি,
বড়ো মেয়ে হওয়…
#শিরোনামঃমনের_সাধ
#কলমে_গৌরী_পাল
১১/৪/২০২০
সবিতা দেবী কিছুক্ষণ হলো বাড়িতে ঢুকেছেন,
বাড়িতে ঢুকেই পুরনো স্মৃতি জড়ানো অ্যালবাম চোখে পড়ল।
তার স্বামী দুই সন্তানের সঙ্গে সাদা কালো ছবি,
বড়ো মেয়ে হওয়ার পর ছেলের আশায় আবার মেয়ে,
নিরঞ্জন বাবুর বড় আশা ছিল পরের বার নিশ্চিয়ই তার ছেলে হবে।
কিন্তু আবার ওসেই মেয়ে,
ডাক্তার জানিয়েছেন যে এর পর মা হওয়ার চেষ্টা করলে সবিতা দেবীর প্রাণহানি হতে পারে।
মনের দুঃখ ছিল বেশ গভীরে,
যাই হোক ভগবানের কৃপায় সবিতা দেবীর কোলে এলো ছেলে,
সারা বাড়িতে আনন্দে আত্মহারা।
সেই ছেলে কে কতো যত্ন করে মানুষ করা,
আগলে আগলে রাখা,
সব আবদার পূরণ করা,
এবং উচ্চশিক্ষায় শিক্ষিত করা।
আচমকা মিলি এসে বললো মা এখনো চেঞ্জ করোনি,
সেই কখন এসেছো নীর থেকে।
যাও ফ্রেশ হয়ে নাও,
আমি যদি বাইরে থেকে না ফিরতাম জানতেই পারতাম না ভাই তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে,
ভাগ্যিস বোন জানা মাত্রই খবরটা দিল,
তাই তোমাকে কাছে পেলাম,
এখন থেকে আমার কাছেই থাকবে।
আজ যদি বাবা থাকতো তাহলে বুঝতে পারতো ছেলের প্রতি আদিখ্যেতা দেখানোর ফল, জীবন বিপন্ন করে ছেলের জন্ম দিয়েছো।
সবটুকু দিয়ে ছেলে বিলেত ফেরত করেছো।
তার পরিনাম এই,
ভাই হওয়ার পর থেকে বাবা আমাদের দুবোন কে ভালোবাসতেন না।
সবিতা দেবী মেয়ে কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন,
আর দুহাত ভরে আশির্বাদ করলেন।
মায়ের আশীর্বাদ মেয়ের কাছে বড় পাওয়া।
গৌরী পাল