Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

শ্রেণী সংগ্রাম
---------------------

বীরভোগ্যা বসুন্ধরায়
আজ আর কোনও বীর নেই
আজ শুধু আছে আগুণ আর পিঁপড়ের দল
সারিবদ্ধ পিঁপড়ের ভিড়ে আমিও ছিলাম
এক্কেবারে পিছনের সারিতে
দেখছিলাম তাদের রকমসকম
মুরুব্বিগোছের একজন জিজ্ঞেস করল
"কি কর…

শ্রেণী সংগ্রাম
---------------------

বীরভোগ্যা বসুন্ধরায়
আজ আর কোনও বীর নেই
আজ শুধু আছে আগুণ আর পিঁপড়ের দল
সারিবদ্ধ পিঁপড়ের ভিড়ে আমিও ছিলাম
এক্কেবারে পিছনের সারিতে
দেখছিলাম তাদের রকমসকম
মুরুব্বিগোছের একজন জিজ্ঞেস করল
"কি করতে এসেছ?? অভিশাপে না আশীর্বাদে"
উত্তরে বললাম-
"মানুষ হতে এসেছিলাম...
পাগলীনির দুয়ারে ব্রহ্মচারী জীবন কাটানোর বরদান ছিল যে"

দ্বৈপায়ন চক্রবর্তী