Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কলম প্রতিযোগিতা -০৫
বিষয়  -উন্মুক্ত
বিভাগ -কবিতা

পুরুষ যখন পিতা
মালা সেন দে
২০।১০।২০২০

যে শিশুটি সদ্য ভূমিষ্ঠ হলো ,
মাতৃক্রোড়ে তার আস্তে আস্তে বেড়ে ওঠা ।
একটু একটু করে বাবার আঙ্গুল ধরে হাঁটতে শেখা ,
শৈশব কৈশোর পেরিয়ে …


দৈনিক সেরা কলম প্রতিযোগিতা -০৫
বিষয়  -উন্মুক্ত
বিভাগ -কবিতা

পুরুষ যখন পিতা
মালা সেন দে
২০।১০।২০২০

যে শিশুটি সদ্য ভূমিষ্ঠ হলো ,
মাতৃক্রোড়ে তার আস্তে আস্তে বেড়ে ওঠা ।
একটু একটু করে বাবার আঙ্গুল ধরে হাঁটতে শেখা ,
শৈশব কৈশোর পেরিয়ে পৌঁছে যায় যৌবনের দোরগোড়ায় ।

তৈরী হয় এক কঠিনাকার পুরুষ ,
তোমার শক্তি , তোমার স্বাধীনচেতা মানসিকতা তোমাকে পুরুষের রূপ দেয় ।
তুমি সৃষ্টিকর্তার দান আদম ,
তোমার স্পর্শে আলোকিত হয় প্রেয়সী ।
বাবার সোহাগ , মায়ের আদর ছেড়ে একটু একটু করে ,
হাজার স্বপ্নের জাল বোনা শুরু ।
যৌবনের নাও চেপে ছুটে চলা জীবন নদীতে ,
ভালোবাসার বন্ধনে আবদ্ধ পুরুষ শুরু করে সংসারজীবন ।

পুরুষ তোমার সৃষ্টির মাঝে নারী  যুগিয়েছে মনোবল ,
পুরুষ দিনের মুখরতা , নারী সংস্কারের সুধারস । উভয়ের মিলনেই আসে সৃষ্টি ,
কখন হারিয়ে যায় পুরুষ পিতৃত্বের অবগুণ্ঠনে ।

নতুনের আগমনে ভরে ওঠে জীবন ,
পুরুষ পিতা হয় বটবৃক্ষসম , সন্তানকে করে ছায়াদান ।
উদারতার শ্রেষ্ঠ নিদর্শন, 
নিজের কষ্টকে আড়াল করে সন্তানের ভালো দেখেন ।
পিতা হন সন্তানের বল ভরসা ,
তিনি হয়ে ওঠেন সংসার তরণীর শ্রেষ্ট মাঝি ।
মাতার স্নেহ সুধায় সন্তানের বেড়ে ওঠা ,
পিতার রক্ষনাবেক্ষন সন্তানের সঠিক পথের চলার দিশা দেখায়  ।

ছোট্ট দুটি শব্দ  পিতা কিন্তু বিরাট তার মাহাত্ম্য ,
বাইরে কঠিন কিন্তু  অন্তরে থাকে বিগলিত করুণা ।
সন্তানের মাথায় পিতার হাত পরম স্বস্তির স্থল ,
সন্তানই যে পিতার একমাত্র আপনজন ।
তাই আজও চোখে হারিয়েও মনের মাঝে বেঁচে আছেন আমার বাবা ,
পিতাই যে একজন মেয়ের চোখে হয়ে ওঠেন আদর্শ ।
একজন পিতা শ্রেষ্ট হয়ে ওঠেন,  পুরুষাকারের  অবগুণ্ঠন ছেড়ে যখন পিতা হয়ে ওঠেন ॥