|| কেমন আছ সুলোচনা ||
|| বিষয় : ছোট গল্প ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 25.06.2020 ||
সুলোচনা কেমন আছ !
কেমন আছ সুলোচনা তোমার স্বপ্ন পূরণের শপিং মলে ! তোমার খেয়ালি গতির যানে,কিংবা এসি সুটের অনিদ্রার মখমলের গদিতে ?
জা…
|| কেমন আছ সুলোচনা ||
|| বিষয় : ছোট গল্প ||
|| লেখক : চন্দন চক্রবর্তী ||
|| তারিখ : 25.06.2020 ||
সুলোচনা কেমন আছ !
কেমন আছ সুলোচনা তোমার স্বপ্ন পূরণের শপিং মলে ! তোমার খেয়ালি গতির যানে,কিংবা এসি সুটের অনিদ্রার মখমলের গদিতে ?
জানি ! তুমি বল্গাহীন মনের রিমোটে, নিমেষে অবজ্ঞার পৃথিবীটাকে এনে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ কর ।
এও শুনেছি,তোমার মাসের প্রেসক্রিপশনে হাই সুগার,হাই ব্লাড প্রেসার,আরো কত নামি দামি শব্দের পাশে,পিনে গাঁথা থাকে পুরু দু হাজারী নোট !
ভালোই করেছ সুলোচনা । তুমি চলে গেলে আমি ফিরে এসেছি আমার আমিতে ।
এখানে পাখি গান গায়,নীল আকাশের নিচে ডানা মেলে চিল ভাসে । কিংবা ছোট ছোট ঢেউ ভরা নদীর বুকে টুপ করে ডুব দিয়ে মাছ মুখে উঠে আসে পানকৌড়ি । বাতাসে ভেসে আসে ফুলের গন্ধ । এখানে সুখ বেচাকেনা হয় না সুলোচনা ।
সুলোচনা আমি সুখের চাকরিটা ছেড়ে ফিরে এসেছি আমার শান্তি খুঁজতে যেখানে চাঁদ তারায় সাজানো ঝলমলে আকাশের নিচে এক ঘুমে ভোর হয় ।
এই বেশ আছি । বিকেলে তালের সারি ঘেরা মেঠো পথে হেঁটে বেড়াই । আকাশে যখন একফালি চাঁদ ওঠে,আমি ফিরে আসি আমার ছোট্ট ঘরে । ঝিল্লি রব ওঠে ।
আমি প্রদীপ জ্বালিয়ে কবিতার বইটা খুলে বসি । রাত গভীর হয় । তখনই মনে আসে আমাদের প্রথম দিনগুলোর কথা । যখন তুমি শুধু আমাকেই চাইতে । বস্তুর থেকে ব্যক্তিকে প্রাধান্য দিতে ।
জান সুলোচনা ! আমার ঘরে প্রদীপের আলোয় কত অজানা প্রেম ছুটে আসে ভালোবাসার টানে । তারা হাসতে হাসতে মৃত্যু বরণ করে । তবু ভোলে না তাদের ভালোবাসা ।
আমিও নিঃশর্ত সেই দিনের ভালোবাসাটুকু সম্বল করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই সুলোচনা ।
জান সুলোচনা,আমার কতগুলো নির্মল আলোর শিশু আছে । ওদের আমি খোলা আকাশের নিচে পাঠ দিয়ে থাকি । যেন ওরা জমাট বাঁধা একচ্ছত্র সুখের পাহাড় থেকে ওদের জীবনে বেঁচে থাকার নিতান্ত অধিকারটুকু ছিনিয়ে আনতে পারে ।
সুলোচনা আমি আমার আমিকে এখানে ছড়িয়ে দিয়েছি সবার মাঝে । বেশ কেটে যায় ।
সুলোচনা সময় হলে এসো । কথা দিলাম তুমি ফিরে এলে তোমাকে অন্তত অকৃপণ শান্তির ঠিকানাটা দেব । ঠিক দেব,কথা দিলাম ।