Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা
পর্ব -৮


ভেজা খামে
মালা সেন দে
২৫।৬।২০২০

আজ সকালের ডাকে এলো একটা খাম ,
ভালবাসার সীলমোহরে জড়ানো লেখা তোমার নাম ।
অভিমানের মোড়কে শুকিয়ে যাওয়া কদম , ভেজা খামে জলছবি রঙে আঁকা ,
হয়তো কোনো আষাঢ়ে ফুটে…



দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা
পর্ব -৮


ভেজা খামে
মালা সেন দে
২৫।৬।২০২০

আজ সকালের ডাকে এলো একটা খাম ,
ভালবাসার সীলমোহরে জড়ানো লেখা তোমার নাম ।
অভিমানের মোড়কে শুকিয়ে যাওয়া কদম , ভেজা খামে জলছবি রঙে আঁকা ,
হয়তো কোনো আষাঢ়ে ফুটেছিলো প্রথম , বৃষ্টিতে ভিজে ঝরেছিলো ঘাসের বুকে ।
কান পেতে শুনতে চেয়েছি বাদল মেঘে মাদলের  সুর ,
তৃষ্ণার্ত চাতকের বহু প্রতীক্ষার হবে অবসান ।

আজকাল বড় অবুঝ তোমার মন ,
আমি হারিয়ে যেতে যেতে বেঁচে আছি কত শ্রাবণ ।
আজও অসমাপ্ত ছবি হয়ে একা পথ হাঁটি ,
ব্যর্থ প্রেম দাঁড়ায় পাতাবিহীন নির্জনতায় ।
উঁকি দি  আকাশে এ পোড়া হৃদয় অপেক্ষার প্রহর গুনি  ঝরে যাই  নীরবে ,
সেদিন পাখিরা গাইতো গান ভরা বর্ষায় ভিজে ।
আজ বাউলের একতারায় কেবলই বিরহের সুর ,
বিকেলের ছেড়ে যাওয়া সূর্যের আলোয় গাছের গুঁড়িতে লিখেছে ' তোমাকে বেসেছি ভালো ' ।
নববর্ষার গান কেনো কেঁদে বেড়ায় অশান্ত শ্রাবণে,
নিঃসঙ্গতা ভীড় করে স্বপ্ন হারানো সময়ের স্রোতে ।
সময়ে অসময়ে বুকফাটা যন্ত্রণা অস্থির করে মনটা ,
 দামামা বাজিয়ে তোমার আসার খবর পেলে দুহাত বাড়াই ।
তোমার ভালোবাসা ঝরে পড়ে বহু যুগের ওপার থেকে
বর্ষায় ভিজে যাওয়া ঠিকানাবিহীন ভেজা খামে ॥