Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_৬
#বিভাগ_কবিতা
#শিরোনাম_তিলোত্তমা
#কলমে_রিয়া_মিত্র
#তারিখ_২২_০৬_২০

ছায়ারা আজও দীর্ঘ হয়, জোড়া ব্রীজ, রাস্তায়
পড়ন্ত বিকেলের রোদ ঝুলে থাকা ব্যানারের গায়ে।
ছুটে চলা কলরব দেখো ধীরে ধীরে থামে…

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা_প্রতিযোগিতা_পর্ব_৬
#বিভাগ_কবিতা
#শিরোনাম_তিলোত্তমা
#কলমে_রিয়া_মিত্র
#তারিখ_২২_০৬_২০

ছায়ারা আজও দীর্ঘ হয়, জোড়া ব্রীজ, রাস্তায়
পড়ন্ত বিকেলের রোদ ঝুলে থাকা ব্যানারের গায়ে।
ছুটে চলা কলরব দেখো ধীরে ধীরে থামে।
নদীর পাশবালিশ আঁকড়ে আমার শহরে ঘুম নামে।
ট্রামলাইন ধরে হেঁটে চলা পাশাপাশি ধরে হাত,
পাতাল রেলের ঐতিহ্যে সাবেকিয়ানার গিরিখাত।
রেসকোর্সের ঘোড়াগুলো যখন ক্লান্ত জীবনের  সাথে,
ব্যস্ত শহরে কুয়াশাঘেরা পরীরা নামে রাজপথে অনেক রাতে।
ময়দানে ফুচকার ভীড়ে, নন্দনের বাঙালিয়ানায়,
কল্লোলিনী তিলোত্তমা গা ভাসায় স্রোতের বহমানতায়।
ধর্মঘট, বনধ্ আর দুর্গাপুজোর স্মৃতির পাতায়,
বয়স বাড়ছে সুতানুটি, তবু রয়েছ গভীর ভালোবাসায়।