দৈনিক সেরা কলম সন্মান ৮
বিষয় -- গদ্য কবিতা
শিরোনাম -- কিছু যায় আসে না
✍ কেয়া সরকার গুহ রায়
তাং ২৫/০৬/২০২০
কলমের ও আজ মন খারাপ, লিখতে গেলে
হাজার অজুহাত।
রাত বাতি তে ফটফটে রাস্তাঘাট তবুও উঁকিঝুঁকি দেয় সন্মোহনের একপেট অন্ধকার।
আজ আ…
দৈনিক সেরা কলম সন্মান ৮
বিষয় -- গদ্য কবিতা
শিরোনাম -- কিছু যায় আসে না
✍ কেয়া সরকার গুহ রায়
তাং ২৫/০৬/২০২০
কলমের ও আজ মন খারাপ, লিখতে গেলে
হাজার অজুহাত।
রাত বাতি তে ফটফটে রাস্তাঘাট তবুও উঁকিঝুঁকি দেয় সন্মোহনের একপেট অন্ধকার।
আজ আর ধর্ম নয় শুধু ভাতের পর্যালোচনা।
অর্থনীতির ইতিউতি। চাহিদার বাজার ঘেঁটে
"ঘ"।
বাতাসে পদাতিক মানুষের নোনা ঘাম গন্ধ।
লালদিঘির পরিযায়ী পাখিদের ও আজ অনেক দর।
শহর ভেঙে ছুটে আসা শ্রমিক মৃত্যু অগ্রাহ্য করে নিজের ঘর, নিজের মাটিতে মরতে চায়।
ধর্ম বিকৃত হাসি হাসে।খোলসের গায়ে তো
সেই মানুষ লেবেলটাই সাঁটা আছে।
ইলিয়ার্ড পড়েছিল সোমেন বাবু, বাইবেল ও
কিয়দংশ, তাতে মহাভারতের কি যায় আসে।
তুড়ি পাড়ার বুধি দাইয়ের আধপোড়া দেহটা
শ্মশানের ধারে বাবলা বনে।আঁধারের অপেক্ষায় ওতপেতে শেয়াল কুকুর।পুড়তেও
তো পয়সা লাগে।
অসহায় নাতিটা লোকের হাত পা ধরে
আধপোড়া দেহটা কোনক্রমে মাটি চাপা দিলো। ধর্ম,জাত সব বেমালুম গিলে খেলো।