দৈনিক সেরা সম্সাননা পর্ব-০৮
বিভাগঃকবিতা
তারিখঃ ২৫/০৬/২০২০খ্রীঃ
শিরোনামঃ
বিবেকের ক্রীতদাস
কবিঃ..............সাম্য
----------------------------
এই যে শুনো,
বিবেকের সাথে-----
অহর্নিশি কয়েক দফা বৈঠকে বসেও;
আমি তো…
দৈনিক সেরা সম্সাননা পর্ব-০৮
বিভাগঃকবিতা
তারিখঃ ২৫/০৬/২০২০খ্রীঃ
শিরোনামঃ
বিবেকের ক্রীতদাস
কবিঃ..............সাম্য
----------------------------
এই যে শুনো,
বিবেকের সাথে-----
অহর্নিশি কয়েক দফা বৈঠকে বসেও;
আমি তোমাদের সমাজের একজন হতে পারলাম না।
বলো,
সমস্যা টা কোথায়,কেন,কার?
কেন বিবেকের সাথে সন্ধি করে পেরে উঠি না?
এই যে আমাকে তোমরা দেখ গৃহবন্দি যুবকের মত!
সমস্যা টা কোথায়,কেন,কার?
চুরি,ধর্ষণ,গীবত,খুন,মিথ্যাচার করতে পারি না।
পারি না সুদ,ঘুষ,হারাম ভোগ করতে,
আর মেয়েদের পিছনে ভেড়ার পালের মত -
ঘুর-ঘুর করতে।
সমস্যা টা কোথায়,কেন,কার?
বেশ্যা পল্লীতে রাত কাটিয়ে....
ভোরের সুর্যের আলোয় স্বনামধন্যা সামাজ পতি,
ছেলের আদর্শ পিতা,স্ত্রীর আদর্শ স্বামী,
আর পিতা মাতার নিকট সেই অবুঝ খোকা
সাজ তে........
আমি পারি না!
তবে কি আমি ভীরু,কাপুরুষ, উন্মাদ!
সমস্যা টা কোথায়,কেন,কার?
নাকি কৃতিত্ব টা আমার বিবেকের!
আমি বিবেকের ক্রীতদাস............
উৎসর্গঃজন্মদাতা পিতা ও মাতা কে
রচনা কালঃ০৩/১০/২০১৭খ্রীঃ
স্থানঃঘাটাইল,টাংগাইল,বাংলাদেশ