Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক   প্রতিযোগিতা
শিরোনাম   - জীবন যুদ্ধ
কলমে - মঞ্জুলা বর
তারিখ 20.06.2020

জীবন যুদ্ধ শুরু হয়
      জন্মের পর থেকে ।
সহস্র  আঘাত বুকে রয়
     খুশি সকল ঢেকে ।।

পলে পলে লড়তে হয়
        প্রাণে বাঁচতে গেলে ।
 দুঃখের কত বাতাস বয়
 …


দৈনিক   প্রতিযোগিতা
শিরোনাম   - জীবন যুদ্ধ
কলমে - মঞ্জুলা বর
তারিখ 20.06.2020

জীবন যুদ্ধ শুরু হয়
      জন্মের পর থেকে ।
সহস্র  আঘাত বুকে রয়
     খুশি সকল ঢেকে ।।

পলে পলে লড়তে হয়
        প্রাণে বাঁচতে গেলে ।
 দুঃখের কত বাতাস বয়
        আঁখির পাতা মেলে ।।

বিপদ আপদ কত আসে
       জীবন চলার পথে ।
দুঃখের বন‍্যায় সুখ ভাসে
         যন্ত্রণা বেদনার সাথে  ।।

শতেক বাধা সরাতে চাই
        সাহস বুকে রেখে ।
সর্বত্র যুদ্ধের  হাওয়া পাই
        লোভের রঙ মেখে  ।।

সাফল‍্য  শিখরে উঠতে গেলে
        সংগ্রাম করতে হয়  ।
হাজার জঞ্জাল সরিয়ে ফেলে
        স্বপ্ন জেগে রয়  ।।

ভালো  ভাবে বাঁচতে হলে
      রণের রূপেতে সাজে  ।
মনের মনে যুদ্ধ  চলে
        হৃদয় বীণা বাজে ।।

জীবনে শতেক স্বপ্ন আসে
        রঙিন ডানা মেলে  ।
কতশত আশা হাসে
           মায়ার ছায়া ফেলে  ।।

জীবন যুদ্ধে সাফল্য আসে
          জ্ঞানের আলো ধরে  ।
চেতনার সাথে আনন্দে হাসে
          হৃদয়ে  সুখ ভরে  ।।