দৈনিক প্রতিযোগিতা
বিভাগঃ কবিতা
শিরোনামঃ স্বপ্নভঙ্গ
কবিঃ সনাতন কুণ্ডু
তারিখঃ 20-06-2020
" স্বপ্নভঙ্গ "
রঙিন খামে মোড়া জীবন সুখের স্বর্গ যাচি
হৃদমাঝারে হাজার রকম স্বপ্ন নিয়ে বাঁচি।
সোনালী স্বপ্নে ভরা…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগঃ কবিতা
শিরোনামঃ স্বপ্নভঙ্গ
কবিঃ সনাতন কুণ্ডু
তারিখঃ 20-06-2020
" স্বপ্নভঙ্গ "
রঙিন খামে মোড়া জীবন সুখের স্বর্গ যাচি
হৃদমাঝারে হাজার রকম স্বপ্ন নিয়ে বাঁচি।
সোনালী স্বপ্নে ভরা মনের আশা যত ছিল
ছন্দে গড়া জীবন কেমন হলো এলোমেলো ।।
অদৃশ্য এক মারণব্যাধি করলো পৃথিবী গ্রাস
অন্তরে গাঁথা যত রঙিন স্বপ্নের হলো সর্বনাশ।
স্বপ্ন আছে সবাকার মনে গরিব থেকে ধনী
হোক্ বা না হোক্ পূরণ তবু স্বপ্ন দেখতে জানি।।
অতীব যত্নে ছিল রাখা যত সুখ স্বপ্নের ডালি
প্রকৃতির রোষানলে হলো এক নিমেষেই খালি।
এই প্রজন্ম দেখেনি এমন সবাকার স্বপ্নভঙ্গ
ছুঁয়েছে প্রাকৃতিক বিপর্যয় দেশের সর্ব অঙ্গ ।।
মাটির কুঁড়ে ঘরেই ভালো কাটছিল বেশ দিন
ছোট্ট মেয়ে লেখাপড়াতে ছিল খুশি অমলিন ।
ছিল কত শ্রম দিবানিশি শুধু পরীক্ষারই তরে
জ্বালবে আলো সাফল্যের মাটির কুঁড়েঘরে ।।
উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে উঠেছিল নেচে প্রাণ
এক নিমেষেই সব তছনছ করে দিল আমফান ।
বইয়ের ছেঁড়া পাতা কাগজের নৌকা হয়ে ধায়
চারিদিকে বানভাসি নেই মাথা গোঁজবার ঠাঁই ।।
ভিনরাজ্যে দিয়েছিল পাড়ি শুধু অর্থেরই তরে
কেমনে চালাবে পিতার চিকিৎসা নেই অর্থ ঘরে।
লকডাউনে হলো শুরু সর্বত্র যত কর্মীদের ছাঁটা
রইলো বেঁচে অকালমরণ শুধু শূণ্য পথেই হাঁটা।।
রঙিন স্বপ্নে বুনেছিল জাল বাঁধবে সুখের ঘর
প্রকৃতির এই মারণব্যাধি করলো আপন পর।
দূরে ফেলে যত রঙিন স্বপ্ন চাই জীবনের যত্ন
নতুন করে দেখছে সবাই বেঁচে থাকবার স্বপ্ন ।।
সমাপ্ত