দৈনিক সেরা লেখনী পর্ব-5
#ভেজা_চোখের_গল্প
( #মহিন )
এটাই হয়তো পৃথিবীর কোনো শেষ কথা !
কোনো এক নক্ষত্রের সাবধানী পদক্ষেপ ,
না ! সে আমাকে এখনো চিনে উঠতে পারেনি ,
আমার ছাদ ভাঙা বাড়িটার বয়স মাত্র কিছুদিন হলো ,
অস্থিটা বিসর্জন শেষ কর…
দৈনিক সেরা লেখনী পর্ব-5
#ভেজা_চোখের_গল্প
( #মহিন )
এটাই হয়তো পৃথিবীর কোনো শেষ কথা !
কোনো এক নক্ষত্রের সাবধানী পদক্ষেপ ,
না ! সে আমাকে এখনো চিনে উঠতে পারেনি ,
আমার ছাদ ভাঙা বাড়িটার বয়স মাত্র কিছুদিন হলো ,
অস্থিটা বিসর্জন শেষ করে আগামী জন্মের মুহূর্তে ,
আমার চোখের জলও ক্লান্তির কাছে হার মেনেছে,
এমন সময় তুমিও জানালার কাছে বৃষ্টি গুনেছো,
দেখেছো পরিযায়ী মেঘের আনাগোনা ,
তোমার কবিতায় ফিরে এসেছে , নতুন বিপ্লব ,
আমি দেখি সূচিপত্রে এক পাল্টে যাওয়া নাম ,
ঠিক এই সময় কাঁদতে কাঁদতে আমিও একা হয়ে গেছি ,
বদলে গেছে এক ঝড় বাদলের রাতের সেই রাজা রানীর গল্প ,
তোমার কথা বড্ড মনে পড়ছিলো জানো ! তবে তুমি একবারও জানলে না ,এমন সময় আমি কেমন আছি ?
#ভেজা_চোখের_গল্প
( #মহিন )
এটাই হয়তো পৃথিবীর কোনো শেষ কথা !
কোনো এক নক্ষত্রের সাবধানী পদক্ষেপ ,
না ! সে আমাকে এখনো চিনে উঠতে পারেনি ,
আমার ছাদ ভাঙা বাড়িটার বয়স মাত্র কিছুদিন হলো ,
অস্থিটা বিসর্জন শেষ করে আগামী জন্মের মুহূর্তে ,
আমার চোখের জলও ক্লান্তির কাছে হার মেনেছে,
এমন সময় তুমিও জানালার কাছে বৃষ্টি গুনেছো,
দেখেছো পরিযায়ী মেঘের আনাগোনা ,
তোমার কবিতায় ফিরে এসেছে , নতুন বিপ্লব ,
আমি দেখি সূচিপত্রে এক পাল্টে যাওয়া নাম ,
ঠিক এই সময় কাঁদতে কাঁদতে আমিও একা হয়ে গেছি ,
বদলে গেছে এক ঝড় বাদলের রাতের সেই রাজা রানীর গল্প ,
তোমার কথা বড্ড মনে পড়ছিলো জানো ! তবে তুমি একবারও জানলে না ,এমন সময় আমি কেমন আছি ?