Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব - ০৩
বিভাগ - গদ্য কবিতা
শিরোনাম - #শতরঞ্চ_কা_খেল!
কলমে - #নব_কুমার
তারিখ - ১৯/০৬/২০২০

দুর্যোগের সমস্ত অন্ধকার ঘুচিয়ে
ঊষার অরুণ উঠবে হেসে!
সেই আশাতে গুনছি দিন, জানি প্রকৃতিও সমব্যথী
মনে তব…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব - ০৩
বিভাগ - গদ্য কবিতা
শিরোনাম - #শতরঞ্চ_কা_খেল!
কলমে - #নব_কুমার
তারিখ - ১৯/০৬/২০২০

দুর্যোগের সমস্ত অন্ধকার ঘুচিয়ে
ঊষার অরুণ উঠবে হেসে!
সেই আশাতে গুনছি দিন, জানি প্রকৃতিও সমব্যথী
মনে তবুও জমাট বাঁধে আশঙ্কার ভীড়
ক্রমাগত কানের কাছে তাচ্ছিল্যের সুর তোলে
"তোরা উন্নত সমাজের বাসিন্দা" একথা যায় বলে
তীব্র কম্পন অনুভূত হয় হৃদয়প্রাচীরে ;
সবটা ওলটপালট হয়ে আসে, তলিয়ে যায় আঁধারে!

বিস্তীর্ণ দৃষ্টিপথে শুধুই চলছে "শতরঞ্চ কা খেল"!
অগণিত শোষিত লাঞ্ছিত সৈনিকের দল
শুধুই নেচে চলেছে রাজা-মন্ত্রীর আঙুলের ইশারায়
হীনবুদ্ধিতায় প্রতিনিয়ত পা দিচ্ছে প্ররোচণায়!
রক্তের সোঁদা গন্ধে ভরে উঠেছে যুদ্ধক্ষেত্র..
চারিদিকে মৃতের স্তূপ, রেহাই পায়নি হাতি-ঘোড়াও।
অর্ধমৃত কিছু সৈন্য বাঁচার শেষ চেষ্টায়!

দিনের শেষে হার-জিতের খেলা ভুলে প্রতিপক্ষ ভাই-ভাই..
সেজে ওঠে টেবিল দামী রঙিন পানীয়ের মেলায়
চলে উল্লাস শীততাপ নিয়ন্ত্রিত ছাদের তলায়।
বিষাদের ছায়া নেমে আসে অসহায় সৈনিকের পরিবারে
আশঙ্কারা আবারও ফিসফিসিয়ে বলে যায় আমারে
ঘুচবে না এই অন্ধকার কোনোদিনও
তোরা যে স্বার্থ আর লালসার হোতা
উন্নত দর্শক কিংবা উন্নত শ্রোতা‼