দৈনিক সেরা কলম প্রতিযোগিতা পর্ব -- ০৩
বিভাগ -- কবিতা
শিরোনাম -- #খুঁজে_নিও
কথা -- স্নেহাশিস পালিত
তারিখ -- ১৯-০৬-২০২০
যদি মনে পড়ে ---
বর্ষা মুখর সন্ধ্যার অবকাশে,
স্মৃতির সঞ্চয় ভেঙে কিছু কথা...
ব্যথিত মনের নীরব অভিমানে।
যদি মনে …
দৈনিক সেরা কলম প্রতিযোগিতা পর্ব -- ০৩
বিভাগ -- কবিতা
শিরোনাম -- #খুঁজে_নিও
কথা -- স্নেহাশিস পালিত
তারিখ -- ১৯-০৬-২০২০
যদি মনে পড়ে ---
বর্ষা মুখর সন্ধ্যার অবকাশে,
স্মৃতির সঞ্চয় ভেঙে কিছু কথা...
ব্যথিত মনের নীরব অভিমানে।
যদি মনে পড়ে ---
সোনালি দিনের মধুর দিনলিপি,
আবেশে জড়ানো বিজন হৃদয় কোণে...
মাধুরী ঢালা প্রণয়ের অভিযানে।
যদি মনে পড়ে ---
অবসাদ ঘেরা প্রাণের অনুযোগে,
শঙ্কিত মনে নিশীথের অভিসার...
পূর্বরাগের আবেগি হৃদয় বেলা।
যদি মনে পড়ে ---
ছিন্ন বীনার বেসুরো তারের টান,
ধূসর মরুর তৃষিত প্রাণের কথা...
এড়িয়ে চলার সীমাহীন ছলাকলা।
সুর বেঁধে নাও ---
দুঃখ সুখের বিষাদ আলো ছায়ায়,
তুফান তোলা নিঃস্ব হৃদয় গাঙে...
ছন্দ খোঁজো ক্লান্ত চলার পথে।
সুর বেঁধে নাও ---
জীবন বীনার সপ্ত সুরের তারে,
রাগরাগিণীর ব্যাপ্ত মিলন মেলায়...
হারিয়ে যাও বিভোর হয়ে তাতে।
স্থান -- সিপাইবাজার, পশ্চিম মেদিনীপুর/১৮-০৬-২০২
Copyright@Snehasis Palit