Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা
পর্ব--৯
বিষয়-- উন্মুক্ত।
বিভাগ--কবিতা।
শিরোনাম:---#ভাবনা
---মৃণাল কান্তি পণ্ডিত।
ধলেশ্বর, আগরতলা, ত্রিপুরা।
প্রকাশ তাং :--- ২৪/০৬/২০২০ ইং।
---------------------------------------
হলুদ গোধূলির…


দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা
পর্ব--৯
বিষয়-- উন্মুক্ত।
বিভাগ--কবিতা।
শিরোনাম:---#ভাবনা
---মৃণাল কান্তি পণ্ডিত।
ধলেশ্বর, আগরতলা, ত্রিপুরা।
প্রকাশ তাং :--- ২৪/০৬/২০২০ ইং।
---------------------------------------
হলুদ গোধূলির আদুরী আঁচলে আলোক নগরী দাঁড়ায়।
দিগন্ত পানে অবাক মনে রঙিন গল্প বানায়।।
থরে থরে  মেঘের ভেলা রক্তিম আভায় ভাসে।
ক্ষণে ক্ষণে স্মৃতির খেলা বিস্ময় শহর হাসে ।।

পড়ন্ত বিকেলের রোদ মেখে  ছায়ারা আজও  দীর্ঘ হয় ।
ছুটে চলা কলরব নিস্তব্ধ,নিঝুম শহর তাই ঘুমিয়ে রয়।।
হঠাৎ দমকা হাওয়ার সাথে এক পশলা বৃষ্টিতে---
ভালোলাগার মুহূর্ত উড়ে গেল নিমেষে।।

আশা নিরাশায় মেঘের আনাগোনা, কম্পিত থমথম উত্তরে হাওয়ায়।
নতুনের ভীড়ে পুরাতন, ধূসর দৃষ্টিতে তাকায়।।
তুমি আসবে বলে সৌহার্দ্যের বাতাস, এখনো আবেগ ভালোবাসা নিয়ে উড়ে।
ভাবনারা আজ দূষণ মুক্ত  মননে সে কেবলই কবিতা লিখে।।