Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

দৈনিক  প্রতিযোগিতা
 তারিখ-২৬/০৬/২০২০
বিভাগ-কবিতা
 শিরোনাম-জীবন
কলমে- কৃষ্ণা চক্রবর্তী

 আজ আমি বড় ক্লান্ত শরীর মন পরিশ্রান্ত সবাই চলে গেছে আমি একা বসন্ত।
 যখন দরকার ছিল উন্মাদনার তখন ছিলাম বোবা, চতুর্দিকের পরিস্হিতিতে হয়েছি হাব…


দৈনিক  প্রতিযোগিতা
 তারিখ-২৬/০৬/২০২০
বিভাগ-কবিতা
 শিরোনাম-জীবন
কলমে- কৃষ্ণা চক্রবর্তী

 আজ আমি বড় ক্লান্ত শরীর মন পরিশ্রান্ত সবাই চলে গেছে আমি একা বসন্ত।
 যখন দরকার ছিল উন্মাদনার তখন ছিলাম বোবা, চতুর্দিকের পরিস্হিতিতে হয়েছি হাবা গোবা।

  দেশটাকে শেষ করবার জন্য উঠিত পড়িত আয়োজন, কত মা বাবা সন্তান হারা স্ত্রী স্বামী হারা সন্তান পিতৃহারা জবাব দেবে কোনজন। 

কতযুদ্ধ জাহাজ এলো কত নতুন সাঁজোয়া গাড়ি, গরীবের টাকা  ধূলায় লুটিছে শুধু হাতাহাতি আর মারামারি।

 বোকা  বাক্সে শুধুই আলোচনা পুরাকালের তত্ব, বরফের মধ্যে সেঁধিয়ে যাতো দেখব তোদের মাহাত্ম্য। 

সেই বেলা গরীব ঘরের ছেলেরা সব সম্পদ। মাতৃ রক্ষায় ঝাঁপিয়ে পড়ে ডরে না কোনো বিপদ।

  সব দেশেরই স্বার্থে খাটে মোদের ঘরের ছেলে, লক ডাউনের বাজারে তাই ঘরে ফিরে এলে।

  শিব দালানের পাশে বসে ভাবছি আমি কি? আর কোনো দিন সুদিন আমি দেখতে পাবো নি?

 স্বপ্ন দিয়ে সাজাই ভেলা সারা জীবন ধরে, শেষের দিনে ধর্ম মেনে যাবো চিরতরে।