Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকা দৈনিক সেরা সম্মাননা

প্রেমবৈচিত্ত্য Indrani Bandyopadhyay
আজি ঘনঘোর বরিষাতে আসিয়াছ প্রিয় ঘরে। কেতকী কদমে সাজাবো তোমারে রাখিব হৃদমাঝারে।
অনেক দিনের মনে যত আশ এবার মিটিবে তাই উচ্ছ্বাস। এসো এসো প্রিয় অপলকে দেখি আসিয়াছ মোর দ্বারে।
জীর্ণ যা কিছু সতেজে ছু…


প্রেমবৈচিত্ত্য
Indrani Bandyopadhyay

আজি ঘনঘোর বরিষাতে
আসিয়াছ প্রিয় ঘরে।
কেতকী কদমে
সাজাবো তোমারে
রাখিব হৃদমাঝারে।

অনেক দিনের
মনে যত আশ
এবার মিটিবে
তাই উচ্ছ্বাস।
এসো এসো প্রিয়
অপলকে দেখি
আসিয়াছ মোর দ্বারে।

জীর্ণ যা কিছু
সতেজে ছুটিবে
দুটি প্রাণ আজ
মিলাবে মিলিবে।
তবুও নয়নে
অবিরত জল
বহিবে অঝোরধারে।

মিলনের দিনে
দুইটি হিয়া
বিচ্ছেদ ভেবে
মরিবে কাঁদিয়া
বরিষার দিনে
কদম্ববন ও
তারি তরে
আকুলিয়া।