দৈনিক কবিতা
কবিতা:--মৃত্যুর কাছাকাছি
কলমে:--শুভা লাহিড়ী
তারিখ:--19/06/20
*************************
*************************
আজ সন্ধ্যের একটু আগে ছাদে গিয়ে একটু বসেছি,,,,,,
পাখিদের ঘরে ফেরার সময় দল বেঁধে যাওয়া টা আমায় বড্ড টানে…
দৈনিক কবিতা
কবিতা:--মৃত্যুর কাছাকাছি
কলমে:--শুভা লাহিড়ী
তারিখ:--19/06/20
*************************
*************************
আজ সন্ধ্যের একটু আগে ছাদে গিয়ে একটু বসেছি,,,,,,
পাখিদের ঘরে ফেরার সময় দল বেঁধে যাওয়া টা আমায় বড্ড টানে ছোটবেলা থেকেই,,,,,,
আগে যখন ছাদ ছিলনা তখন ফাঁকা মাঠে গিয়ে ওদের কলকাকলি শুনতাম আর ভাবতাম ছোট্ট ছোট্ট চোখ দিয়ে ওরাও নিজেদের বাসা খুঁজে পেতে ভুল করে না কখনোই,,,,,
আমাদের মানুষদের মতো সাধারণ গতিবিধিতে ভুল ওদের হয়তো হয় না,,,,,
ওদের দায়িত্ববোধ ওদের সাধ্যের মধ্যেই থাকে,,,,
কিন্তু আমাদের দায়িত্বভার কখনও কখনও এতো ভারী হয়ে যায় আর নেওয়া যায় না,,,,,
যা মাঝে মাঝে আমাদের মৃত্যুর কাছাকাছি নিয়ে চলে যায়,,,,,
আজ ছাদ থেকে নেমে এসে এমনটাই হয়েছিল আমার,,,,,
কেন যেন বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম,,,,,
মনে হচ্ছিল মৃত্যু বুঝি কড়া নাড়ছে আমার দরজায়,,,,
যেতে চায় না সহজে কেউ এই পৃথিবী ছেড়ে,,,,,,
আমিও একই অনুভূতি অনুভব করছিলাম আজ,,,,
খুবই কষ্ট হচ্ছিলো এভাবে চলে যাওয়াকে মেনে নিতে,,,,,
আমার সংসার এখনও অসম্পূর্ণ,,,,,
ছেলে মেয়ে এখনও বেশ ছোট,,,,
এর আগে এই অনুভূতি অনুভব করিনি এর আগে কোনও দিন!!
মৃত্যুর পরে কি হয় আমি জানি না তবে মৃত্যুর কাছাকাছি যাবার কষ্ট অসহনীয়,,,,
যা আজ আমায় সহ্য করতে হয়েছে একেবারে অসহায়ের মতো ।।

