সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব-১৩
বিষয়-মন খারাপের বর্ষা
কবিতা-দুঃখ ধারা
মিতা দাস বিশ্বাস
১৪.০৬.২০২০
*************
বর্ষা তুই আজও আসিস ছোটো বেলার মতো,
কিন্তু আগের মতো শরীর ভিজলেও মনটা আজ আর ভেজে নাতো।
তুইও কি বদলে গেছিস আমার জীবনের ম…
সাপ্তাহিক প্রতিযোগিতা
পর্ব-১৩
বিষয়-মন খারাপের বর্ষা
কবিতা-দুঃখ ধারা
মিতা দাস বিশ্বাস
১৪.০৬.২০২০
*************
বর্ষা তুই আজও আসিস ছোটো বেলার মতো,
কিন্তু আগের মতো শরীর ভিজলেও মনটা আজ আর ভেজে নাতো।
তুইও কি বদলে গেছিস আমার জীবনের মতো?
ছোট্ট বেলায় তোর ধারাতে মাটি তার সোঁদা গন্ধে জানান দিত,
মল বাজিয়ে নামলে তুই খোলা আকাশের নিচে ভিজতাম নিজের মতো।
ভরা উঠোনে তোর জলে মন নাচতে পেখম তুলে,
কাগজের নৌকা উঠোনে ভাসিয়ে চেয়ে দেখতাম যতদূর সে যায় চলে।
কচুপাতার ছাতা বানিয়ে যেতাম তোর আকাশ তলে,
মন ভিজিয়ে শরীর ভিজিয়ে নিতাম তোর ঐ বৃষ্টির জলে।
আজ বিকালে মেঘ দেখে মনটা হলো ভার,
মেঘলা আকাশে আমার মনে জমে দুঃখের পাহাড়।
এই বয়স বৃষ্টি তুই মনখারাপ নিয়ে আসিস,
আগের মতো উঠোন কোথায় যেথায় তুই নাচতিস?
বয়সের ভারে দুঃখ জমা এই বুকের মাঝে,
তোর আসাতে চোখের জলে দুঃখ ধুলাম
কেউ বুঝল না শুধু আমি বুঝলাম নিজে।
সব কান্না উজার করে তোকে দিতে চাই ,
বৃষ্টি তুই আমার জন্য আঁচলা ভরা হাসি নিয়ে আয়।
ভালবাসা সব হারিয়ে গেছে তোর ঐ মেঘের মতো,
বর্ষা এলেই হারানো সব ভীড় করে তোর কালো মেঘের মতো।
আজকাল তাই তোকে আমার একটুও ভালো লাগে না,
এত দুঃখভরা জল নিয়ে তুই আমার আকাশে আসিস না।।
************************
🌹সেরা কলম সন্মান🌹
