Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গার-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-লেখনি-সম্মাননা

দ্রৌপদীর প্রতি#
ইলা কারকাট্টা
20:07:20
দ্রুপদ রাজকন্যা হে দ্রৌপদী
ওঠো,পুনরায় উঠে দাঁড়াও তুমি।
ভুলুণ্ঠিত অপমানিত কেশ গুচ্ছ
মেলে ধরো কুরু রাজ বংশের উপর।
হে পাঞ্চালী,নত করে আছো কেন শির?
দৃঢ়তার সাথে তুলে ধরো উচ্চ করো শির।
দু'হাত…


দ্রৌপদীর প্রতি#
ইলা কারকাট্টা
20:07:20
দ্রুপদ রাজকন্যা হে দ্রৌপদী
ওঠো,পুনরায় উঠে দাঁড়াও তুমি।
ভুলুণ্ঠিত অপমানিত কেশ গুচ্ছ
মেলে ধরো কুরু রাজ বংশের উপর।
হে পাঞ্চালী,নত করে আছো কেন শির?
দৃঢ়তার সাথে তুলে ধরো উচ্চ করো শির।
দু'হাতে মুখ ঢেকে কেন ঝরাও অশ্রুবারি
ক্রোধাগ্নি জ্বালাও তুমি তোমার দু'নয়নে।
এ লজ্জা এ অপমান এ শুধু তোমার নয়
এ লজ্জা এ অপমান এযে সকল নারী জাতির।
তুমি তো সকল নারীজাতির আত্মসম্মানের প্রতিক
যঙ্গ হতে উদ্ভুতা তুমি যে যাজ্ঞসেনী।
হে কৃষ্ণা,তুমি যে আগুনের লেলিহান শিখা
কোনো অপমান তোমায় স্পর্শ করতে পারেনা।
হে কল্যানী,মুছে ফেলো তোমার চোখের জল
আলু-থালু কেশ-বেশ নাও তুমি গুছিয়ে।
অসভ্য কুরু রাজ বংশ উত্তরাধিকারীদের
ধংস করো তুমি তোমার ক্রোধাগ্নিতে।
তোমার বীর পঞ্চ স্বামী যেথায় নত শির
তুমি একাই নিজের তেজে জ্বলে ওঠো।
তুমিই যদি অশ্রু ঝরাও হে দ্রৌপদী
লজ্জায় অপমানে এভাবে মুখ ঢাকো---
তাহলে অন্য নারীদের কী হবে হে কল্যানী
অন্য নারীরা বাঁচবে কেমন করে হে পাঞ্চালি?
তোমার অপমানিত কালো কেশের গভীরতায়
আগামীতে দুষ্টের ধংস লেখো হে যাজ্ঞসেনী।
তোমার কেশ সহস্র ফণী হয়ে তুলুক ফঁণা
ঐ অসভ্য দুষ্টু কুরু রাজ বংশের উপর।
ওঠো কল্যানী আবার তুমি উঠে দাঁড়াও
দৃঢ়তার সাথে উচ্চ করো তোমার শির।
দৃপ্ত কণ্ঠে ঘোষনা করো তুমি অমোঘ মৃত্যু
সমাজের যতো আছে নারী অত্যাচারীর দল।
(মূল লেখা সংরক্ষিত আছে)