Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অপু-দুর্গা-সাহিত্য-পত্রিকা-বিজয়ী-লেখনি-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগতা পর্ব - ১৬
বিভাগ - পদ্য কবিতা
কবিতা    - #অপনোদন
কলমে --    সৌমিত্র নারায়ণ মুন্সী
তারিখ ---   ০৭/০৭/২০২০ খ্রীঃ

সেই কতকাল আগে
সেদিনও ছিল অন্তরীক্ষে জলদের গুরু-গম্ভীর গর্জন
মধ্যযামিনীতে সড়কযানে
পাশাপাশি ছিনু দু…


সাপ্তাহিক প্রতিযোগতা পর্ব - ১৬
বিভাগ - পদ্য কবিতা
কবিতা    - #অপনোদন
কলমে --    সৌমিত্র নারায়ণ মুন্সী
তারিখ ---   ০৭/০৭/২০২০ খ্রীঃ

সেই কতকাল আগে
সেদিনও ছিল অন্তরীক্ষে জলদের গুরু-গম্ভীর গর্জন
মধ্যযামিনীতে সড়কযানে
পাশাপাশি ছিনু দু'জন।

বাহিরে বজ্রপাতের অালোর ঝলকানি
অন্দরে দ্যোতনাময় বাক্যচয়নে ব্যস্ত দু'জন
প্রতিটি কথায় ছিনু মোরা দ্রঢ়িয়ান
অন্তরিন্দ্রিয়ে বইছিল সুখের সমীরণ।

তার অপার সৌন্দর্যময় নিভানন
করেছিল আমায় অনুপ্রাণন
সেদিন ভাব প্রকাশে ছিল না আকিঞ্চন
তার স্মৃতি থেকে আজ সব হয়েছে অপনোদন।

অন্তররূপ দ্রুমে ফুটেছিল কুসুমকলি
প্রস্ফুটিত হওয়ার আগেই যা গিয়েছে ঝড়ে
অভিঘাতে অন্তরাত্মায় জ্বলছে অনল
পুরোনো স্মৃতির জানালা খুলে আজো সে উঁকি মারে।

নাটোর