ফেরেনা কেউ:-
সুজাতা দাস:-
তুই আসবি বলেই,
অনেক তারার মাঝে আজও চাঁদ একলা-
শুধু তুই আসবি বলে,
বসন্তও আছে নিষ্কলঙ্ক দাবদাহে-
কৃষ্ণচূড়ার লাল, এখনও তেমনই লাল-
মহুয়ার নেশার তেমনই আবেশ, আছে আজও সমান-
তবুও খুঁজে ফেরা অসময়ে আবার,
হঠাৎ যদি…
ফেরেনা কেউ:-
সুজাতা দাস:-
তুই আসবি বলেই,
অনেক তারার মাঝে আজও চাঁদ একলা-
শুধু তুই আসবি বলে,
বসন্তও আছে নিষ্কলঙ্ক দাবদাহে-
কৃষ্ণচূড়ার লাল, এখনও তেমনই লাল-
মহুয়ার নেশার তেমনই আবেশ, আছে আজও সমান-
তবুও খুঁজে ফেরা অসময়ে আবার,
হঠাৎ যদি পাওয়া যায়-
বিকেলেও ভোরের ফুল ফোটে,
হয়তো কখনও অসময়-
তুই আসবি বলে,
আজ হঠাৎ রঙধনুর প্রকাশ,
দিগন্ত ছাড়িয়ে মনের আঙিনায়-
আজও গায় সেই উদাস বাউল
বেলা শেষের গানটা,
পশ্চিমি সুরকে মনে করায়,
রবিবাবুর সেই গানটা-
কী যেন গানটা!!(ফুলে ফুলে ঢলে ঢলে-বহে কী বা মৃদু বা'য়)
গুন গুন করতে ভালো লাগছে খুব-
'ভালোবাসা বা ভালোবাসি' শব্দগুলো হারিয়ে যায় ভালোলাগার কাছে-
অপটু হাতেও সাজিয়ে তুলতে ইচ্ছে করে,
মনের অতলে থাকা মনটাকে-
ভালোলাগে কখনও না'ভালোলাগা কথা গুলো আবার নতুন করে-
তুই আসবি বলে-
পেড়িয়ে চলেছি সহস্রাব্দের সরনী
আজ শুধু সারা রাত ধরে লিখবো, নতুন কাব্যের জীবনী-
কপিরাইট@1443 সুজাতা