Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৬
বিভাগঃ কবিতা
শিরোনামঃ "অদৃশ্য কাঁটা"
কলমেঃ ডাঃ গোলাম রহমান ব্রাইট
তারিখঃ ২০/০৭/২০২০ ইং-

হতাশা ঘেরা দুর্বোধ্য কাব্য প্রাঞ্জল রূপে আসে
প্রচ্ছদ ছিঁড়ে ধুসর চোখে পিছন থেকে হাসে।
গোপন ক্ষত উন্মু…


সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব ১৬
বিভাগঃ কবিতা
শিরোনামঃ "অদৃশ্য কাঁটা"
কলমেঃ ডাঃ গোলাম রহমান ব্রাইট
তারিখঃ ২০/০৭/২০২০ ইং-

হতাশা ঘেরা দুর্বোধ্য কাব্য প্রাঞ্জল রূপে আসে
প্রচ্ছদ ছিঁড়ে ধুসর চোখে পিছন থেকে হাসে।
গোপন ক্ষত উন্মুক্ত করে মুখোশ খুলে কাঁশে
বেরিয়ে পড়া চোখের মনি কালের কন্ঠে ভাসে।
সোনালী অক্ষে বর্ণিল আভা দিগন্তে পড়ে আছে
সৌরভ গুলো বিলিয়ে দেবো প্রেয়সী নেই কাছে!

চোখের কোণে উন্মত্ত ঝর্ণা আপন মনে ঝরে
বিষাদে গাঁথা চপল দৃশ্যে তৃষিত প্রাণ ভরে।
নির্মোহ চোখে বিষণ্ণ ছায়া একলা জেগে থাকি
জাপটে ধরা স্মৃতির খাতা ক্রমশঃ দূরে রাখি।
সর্বাঙ্গ জুড়ে শীতল স্পর্শে শুকিয়ে যায় আঁখি
বিজন দেশে যেতাম উড়ে হতাম যদি পাখি!

পথের প্রান্তে নিমগ্ন চিত্তে বিভ্রমে দিন কাটে
খেয়ালি মনে কল্পনা গুলো নক্ষত্র পুঞ্জে হাঁটে।
অলীক তন্দ্রা ছুঁয়েছে কায়া বিন্যস্ত হলো মায়া
অদৃশ্য কাঁটা সনাক্ত করে প্রক্ষিপ্ত এক ছায়া।
গহীন পথে দূর্গম খাদে বিকীর্ণ হলো আলো
ঝিমিয়ে পড়া চোখের পাতা বিষাক্ত বিষে কালো!

®নাবিহা ফ্যাশন হাউস, গ্রাম- ফরিদপুর,
থানা- কালিগঞ্জ, জেলা- সাতক্ষীরা।