Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

সপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৬
কবিতা বিভাগ
শিরোনাম--গোরস্থান /
ফয়জুর রহমান/
২০/৭/২০২০

খাদে খাদে রাখা সংবরণ
লেনদেন ছিলো অঙ্গিকার ।
তারপর বাকি ছিলো যাহা
হয়ে ছিলো ঋণে পরিহার ।

হাসি খুশি মাটি দেহাতিতো
বিনিময় করে হালখাতা ।
ক্ষতি নেই হল…


সপ্তাহিক প্রতিযোগিতা পর্ব-১৬
কবিতা বিভাগ
শিরোনাম--গোরস্থান /
ফয়জুর রহমান/
২০/৭/২০২০

খাদে খাদে রাখা সংবরণ
লেনদেন ছিলো অঙ্গিকার ।
তারপর বাকি ছিলো যাহা
হয়ে ছিলো ঋণে পরিহার ।

হাসি খুশি মাটি দেহাতিতো
বিনিময় করে হালখাতা ।
ক্ষতি নেই হলে দীর্ঘজীবী
ক্ষতি নেই হলে মাতাপিতা ।

ঘরে চলে গেলে সুসময় ---
সমমানে বুদ্ধি বিবেচক ।
জড় কিংবা গতি চলমান
পিছনে রয়েছে আগন্তক ।

বেঁধে ঘর চায় স্বাধীণতা
অহমাল সমুহ আপদ ।
কেহ বলে ইহা গোরস্থান
খেলাপিরা নয় নিরাপদ ।

কিছু নয় এ পৃথিবী ত্যাগে
যত পারো করো হাসাহাসি ।
বাকি সব ক্ষয় শুধু ক্ষয় ।
জন্ম মৃত্যু গায় বারোমাসি ।

রচনা কাল --২০/৭/২০২০ ম্যানার পার্ক
লন্ডন ।