Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকার-দৈনিক-সেরা-সম্মাননা

সাপ্তাহিক প্রতিযোগিতা-১৬
------
সাঁঝের প্রদীপ
----------রমেন মজুমদার, ২০/০৭/২০
অন্তর্লীনে অনাগত থাকে অপূর্ব সত্য!
বোধনির্মিত বাধ্যবাধকতা বাধেনা বন্ধন শব্দের।
স্তাবক স্ততি হয় সন্ধ্যা নামলেই....
জ্বালাতে হয় সাঁঝের প্রদীপ!

সোপার্জি…


সাপ্তাহিক প্রতিযোগিতা-১৬
------
সাঁঝের প্রদীপ
----------রমেন মজুমদার, ২০/০৭/২০
অন্তর্লীনে অনাগত থাকে অপূর্ব সত্য!
বোধনির্মিত বাধ্যবাধকতা বাধেনা বন্ধন শব্দের।
স্তাবক স্ততি হয় সন্ধ্যা নামলেই....
জ্বালাতে হয় সাঁঝের প্রদীপ!

সোপার্জিত সাধনতন্ত্র অর্জনে থাকে কামনার ধ্যান!
সুবাসিত সুগন্ধি পাঁপড়ি মেলেদেয় সন্ধ্যার বিছানা,
রাজপোশাক ছেড়ে একদিন নামতে হয় মাটিতে!
আরতির সাধনা হোক অকপটে,
জিয়ন্তে থাকুক আগামীর প্রাণ ।

কিছু বাধ্য শব্দ সংযোজিত হয় অবাধ্য মাড়িয়ে,
সুগন্ধি সন্ধ্যা জানায় বিদায় দিবাকে,
অলক্ষ্যে যে স্রোত নির্বাপিত হয় অঞ্চল কুঠুরিতে,
সে অঞ্চল বাধা থাকে কৌপিন কোঠায়।

নিরন্ন সময় বড্ড তামাশা করে জীবনকে নিয়ে!
দীপের আলো নির্গত হয় মোমের গোড়ায়....
তারপর...?
বিন্দু বিন্দু ক্ষয়ে গিয়ে জমাট বাধে অন্য প্রদেশে,
মেদুর রাত্রির জলঝরা সময় হলেই
নির্জনে উঁকি দেয় অনাগত সম্ভাবনা !
জৈবিক উঠোন আগল খুলে দুহাত বাড়ায় নিরন্ন দু'পশলা বৃষ্টিকে!
তারপর অন্তর্লীনে থাকা পরাগ মিশ্রিত হয়ে
রাতুল হয় আগামী ভবিষ্যৎ ।

মনের গোপন বাসনা দীপান্বীত হয় প্রদীপের আলোয়,
সাঁঝের সময় হলে আনচান করে মন।
আরতির মধ্যে দেবতারা তুষ্টি হয়ে ওঠে নির্গত
সুধায়....
জীবনের প্রতিটি সাঁঝ আসুক শান্তির বার্তা নিয়ে।।

বেলামন্দির,কলকাতা।।