দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা
বিভাগ কবিতা
বিষয়- উন্মুক্ত
গদ্য কবিতা
শিরোনাম-
#মন_কেমনের_জন্মদিন
কলমে- শৈলেন মন্ডল
১৭.০৭.২০২০
আমার প্রতিদিন পালিত হয় মন কেমনের জন্মদিন।
আবেগের অশ্রুপাতে সম্পর্কের চাদরে রক্তজলে ভেজানো থাকে আ…
দৈনিক প্রতিযোগিতা সেরা কলম সম্মাননা
বিভাগ কবিতা
বিষয়- উন্মুক্ত
গদ্য কবিতা
শিরোনাম-
#মন_কেমনের_জন্মদিন
কলমে- শৈলেন মন্ডল
১৭.০৭.২০২০
আমার প্রতিদিন পালিত হয় মন কেমনের জন্মদিন।
আবেগের অশ্রুপাতে সম্পর্কের চাদরে রক্তজলে ভেজানো থাকে আমার নাড়িছেঁড়া যন্ত্রনাগুলো।
সুখের সকালগুলো বারে বারে শুধু কপাল ধুয়ে দেয় তোমারই।
আর দুঃখের মেঘগুলো হাতছানি দিয়ে ডাকে আর বলে আগল ভাঙ্গা কষ্টের কথা ইশারায়।
মেঘভাঙ্গা রোদ্দুরে বৃষ্টির শেষে তোমায় দেখা অধরাই রয়ে গেল।
আমারও ভালবাসার দিনগুলো বুঝি সমাপনের আখড়ায় ম্রিয়মান।
জলে ভেজা চোখগুলো তোমার অবিরত খোঁজ নিয়ে যায় আর স্মৃতিগুলো এলোমেলো করে দিয়ে যায়।
চিলেকোঠার জানালার কাঁচগুলো কেমন যেন ঝাপসা হয়ে আসে।
কাল বৈশাখীর ঝড়ে গাছের শুকনো পাতাগুলো ঝরে পড়ে মন কেমনের আশা নিয়ে আর বলে আমরা আর আসবো না।
বৃষ্টিভেজা দুপুরে আসে আবার সোনালী রোদ্দুর আর আনন্দে জাগে শত অভিমানের মেঘের পসরা।