সাপ্তাহিক সেরা লেখনী সম্মাননা
প্রতিযোগিতা পর্ব -১৪
বিভাগ: কবিতা
শিরোনাম: রোমন্থন
কলমে : সজীব মজুমদার
তারিখ : 30/06/2020
' রোমন্থন '
সময়ের স্রোত সে তো ছোঁয়াচে বিজানুর সমানুপাত ,
প্রাক্তন ক্ষুধা যেন মরা ঝিন…
সাপ্তাহিক সেরা লেখনী সম্মাননা
প্রতিযোগিতা পর্ব -১৪
বিভাগ: কবিতা
শিরোনাম: রোমন্থন
কলমে : সজীব মজুমদার
তারিখ : 30/06/2020
' রোমন্থন '
সময়ের স্রোত সে তো ছোঁয়াচে বিজানুর সমানুপাত ,
প্রাক্তন ক্ষুধা যেন মরা ঝিনুকের স্বপ্নের জঠরে জন্ম নেওয়া আলোকসম্পাত ;
স্মৃতির সংলাপ আজ বেদনার্দ ,
নিজের অজান্তে গহন কোণে নির্বাক ওষ্ঠে অক্ষপাত ।
ছন্দের স্লোগান একাকিত্বের সহবাসে অতল গহ্বরের অগ্নিকুন্ড ,
আপেক্ষিক নীরবতার প্রাচীর
মেরু-কোণে বিচ্ছেদকামী অবাধ্য বার্গস্রুন্ড ।
অন্তিম পরিণতির দীর্ঘশ্বাস ,
মাতাল জোয়ারে আঁতকে ওঠা জলোচ্ছ্বাস ,
অক্ষত ঘৃণার অক্ষরে অবিশ্বাসের পিত্তিনাশ,
প্রবঞ্চকের তুষার ঝড়ে সভ্যতার হলো রে সর্বনাশ।
রোদ বৃষ্টির আলাপনেও কোথায় যেন ঋতুচক্রের ফাঁক ,
তাই তো বুঝি গনগনে আর্তনাদ।
লুকানো বিষের যন্ত্রনায় সে বড়ই একরোখা ,
অনন্ত জীবন যাত্রার হিমেল পরশে বিন্দু জমা আছে দূর্বাদলে ,
তবুও ভাবনার গলিঘুঁজির নেই কোনো বখরা ।
মরিতে চাই অন্তিম যাত্রায় ,
ভাবনার শিরায় অন্তিম যাত্রায়
কে যেন ডাকে আমায়।
স্বপ্ন তবুও মৃত্যুর পানে ধায়।
বিলোপ প্রকৃতির মাঝে এক সাদা স্তব্ধতায় ।