Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মেলন

সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব ১৪
#বিভাগ_কবিতা
#পথের_পাঁচালী
#স্বরলিপি
#তারিখ_৩০_৬_২০
আব্দার সব জানিস বুঝি
বুঝিস বুঝি খুনসুটিটা ?
দুস্টুমিটা মুঠোয় নিয়ে
চাঁদের পাহাড় ধরে হাঁটা।

ঝক্কি আমার হাজার'খানা
সামলিয়ে নিস আগলে রে…


সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব ১৪
#বিভাগ_কবিতা
#পথের_পাঁচালী
#স্বরলিপি
#তারিখ_৩০_৬_২০
আব্দার সব জানিস বুঝি
বুঝিস বুঝি খুনসুটিটা ?
দুস্টুমিটা মুঠোয় নিয়ে
চাঁদের পাহাড় ধরে হাঁটা।

ঝক্কি আমার হাজার'খানা
সামলিয়ে নিস আগলে রেখে,
সময় থাকুক সাক্ষী হয়ে
সম্পর্কের পারদ মেখে।

ভালবাসে সবাই তোকে
প্রমাণও দেয় ঝুড়ি ঝুড়ি,
চুপটি করে দেখি সবই
স্বার্থ প্রেমের- রঙ'বাহারি।

আমার শুধু দিন কেটে যায়
ঝগড়াতে আর অভিমানে,
মিশে আছি তোরই সাথে
অজানা কোন জন্ম'টানে।

রইব সাথে চিরদিনই;
ছাড়ব না হাত' কেউ কখনও-
ছুঁয়ে থাকুক আদর-বাসা
দুর্গা, অপুর প্রেম মাখানো।