Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মেলন

সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব ১৪

#কবিতা-লাইনসংখ‍্যা(১৩)
#সরীসৃপের শীতল স্পর্শ
#দেবাশিস বসু
#৩০/০৬/২০২০

খবরটা দাঁড়কাক পৌঁছে দিয়েছিল
রাগে ক্ষোভে ঘৃণায় বিতৃষ্ণায়
হঠাৎ মেঘে তারারা মুখ লুকোল লজ্জায়
পেঁচাও অন্ধ রাতের বীভৎসতায়


সাপ্তাহিক সেরা লেখনী প্রতিযোগিতা পর্ব ১৪

#কবিতা-লাইনসংখ‍্যা(১৩)
#সরীসৃপের শীতল স্পর্শ
#দেবাশিস বসু
#৩০/০৬/২০২০

খবরটা দাঁড়কাক পৌঁছে দিয়েছিল
রাগে ক্ষোভে ঘৃণায় বিতৃষ্ণায়
হঠাৎ মেঘে তারারা মুখ লুকোল লজ্জায়
পেঁচাও অন্ধ রাতের বীভৎসতায়
খবরটা ছিল পোড়া পেট্রলের গন্ধে
কার্বনের সূক্ষ্মাতিসূক্ষ্ম কণায়-ব‍্যাকটিরিয়ার পচনে
খবরটা ছিল হাওয়া খুলে দেওয়া স্কুটির পেছনের চাকায়

রক্তের আলপনা সতীচ্ছদের আর্তনাদে
রক্ত সালোয়ার কামিজে-ছিন্ন অন্তর্বাসে
রক্ত বিকৃতগন্ধী ধূসর তরলে-  রক্ত অসময়ে চুলের জটায়
রক্ত সারাটা শরীর জুড়ে নখের আলপনায়
সমুদ্র মন্থনের নীলাভ বিষ নিতম্ব ঊরুদেশ নাভিমূলে
কিংবা সরীসৃপের শীতল স্পর্শ যৌনগন্ধী পিচ্ছিল ভূগোলে