Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-সাপ্তাহিক-সেরা-সম্মেলন

সাপ্তাহিক লেখনী প্রতিযোগিতা পর্ব ১৪
বিষয় ঃ- উন্মুক্ত
শিরোনাম ঃ- মায়ের আর্তনাদ
কলমে ঃ- মিন্টু কান্তি দাশ -!       01/7/2020...

আমার মায়ের সারাজীবনের আর্তনাদ
যার সংসারের কাজের শেষ নেই, সেইযে ভোর পাঁচটা থেকে শুরু আর রাত বারোটার আগে…


সাপ্তাহিক লেখনী প্রতিযোগিতা পর্ব ১৪
বিষয় ঃ- উন্মুক্ত
শিরোনাম ঃ- মায়ের আর্তনাদ
কলমে ঃ- মিন্টু কান্তি দাশ -!       01/7/2020...

আমার মায়ের সারাজীবনের আর্তনাদ
যার সংসারের কাজের শেষ নেই, সেইযে ভোর পাঁচটা থেকে শুরু আর রাত বারোটার আগে পর্যন্ত একবিন্দু বিশ্রামের কোনো সুযোগ থাকেনা, বুঝতেই পারছো একান্নবর্তী পরিবার বলে কথা, সারাক্ষণ লোকজনের ভীড় লেগে থাকে, সাথে আবার আমায় নিয়ে মায়ের চিন্তার শেষ নেই, কাজের ফাঁকে যখনই সুযোগ পেতো ঝট-করে দৌড়ে এসে আমায় বুকে জড়িয়ে ধরে কপালে আলতো চুমু এঁকে দিতো,আমি যে তার সাতরাজার ধণ মানিক রতন -!

তখনও আমি অবুঝ ছিলাম হামাগুড়ি থেকে সবেমাত্র হাঁটতে শিখলাম কেউ কিছু বললে খিলখিলিয়ে হাসতাম
মা আমার চোখে চোখ রেখে মুখ বিড়বিড়ি করে বলতো আচ্ছা খোকা কখন-রে তুই বড় হবি নিজের খাবার নিজের হাতে খাবি বলতো-!

যখন একটু একটু করে নিজের খাবার নিজের হাতে খেতে শিখলাম আর ধীরে ধীরে বড় হতে লাগলাম, মায়ের আবার চিন্তা বাড়ে, কখন পড়াশোনার জীবন শেষ করে ভালো একটি চাকরি পাবো, মায়ের মুখে হাসি ফোটাবো, একসময় পড়াশোনার জীবন শেষ করলাম, তারপর বেশ কিছুদিন পরে ভালো মাইনের একটা চাকরিও পেয়ে গেলাম-!

মায়ের আবার চিন্তা বাড়ে,
কবে যে আমার জন্য ভালো একটা মেয়ে দেখে ধুমধাম ঢাকঢোল পিটিয়ে বৌ করে ঘরে আনবে, এদিকে মায়ের মনে নানান প্রশ্নও জাগে বৌ-টা আমার মনের মতো হবে-কি হবে-না সেদিকেও দুঃচিন্তা বাড়ে, বৌ যদি আমার মনের মতো নাহয়,যদিও মায়ের পছন্দই আমার জীবনের বেশিরভাগ কেটে গেছে, তো মায়ের যে-ই কথা সে-ই কাজ, কিছুদিন যেতেই মায়ের আবার চিন্তা বাড়ে, কখন যে ঘর আলো করার জন্য আমাদের কোলজুড়ে একটি সন্তান আসবে, আমার বৌ-টাও আমার মায়ের মতো মা হবে, আর মা নাতি নাতনীদের নিয়ে বাকী জীবন আনন্দে কাটিয়ে দেবে-!

মাগো মা তুমি আজ
যোজন যোজন দূর আকাশের তারার মেলায় ভাসছো
সারাজীবন ভাবলে আমায় নিয়ে, কি পেয়েছো মাগো
এই জীবনে সবকিছু দিয়েই গেছো, মাগো একজীবনে এই আমার ব্যর্থতা তোমায় ধরে রাখার মতো পৃথিবীর
কোনো শক্তি সেদিন পাইনি মাগো, মাগো মা
তুমি স্বর্গলোকে বসে এখনো কি আমার কথা ভাবছো ?
তুমি শুনতে কি পাও ? তুমি দেখতে কি পাও ?
তোমার অভিমানী ছেলেটি এখনো
রাতের গভীরে বালিশ চাপায় মুখ লুকিয়ে কাঁদে -!