#শিরোপা
( #মহিন )
এ ভাবে মুক্তি খুঁজো না !
বেলাভূমিতে চোরাবালিও আপন করে নেয় ,
কিছু মুহূর্তের বেচা কেনায় !
সত্যি বলতে কি !
যুক্তির পাশা খেলায় ,
কিছু শকুনিও হেলায় হারায় ,
তবুও জেনে রেখো ,
বিপ্লব একদিন আসবেই ,
মানচিত্রের আউট লাইন…
#শিরোপা
( #মহিন )
এ ভাবে মুক্তি খুঁজো না !
বেলাভূমিতে চোরাবালিও আপন করে নেয় ,
কিছু মুহূর্তের বেচা কেনায় !
সত্যি বলতে কি !
যুক্তির পাশা খেলায় ,
কিছু শকুনিও হেলায় হারায় ,
তবুও জেনে রেখো ,
বিপ্লব একদিন আসবেই ,
মানচিত্রের আউট লাইন ধরে ,
সামলে রেখো নিজেকে , শুধু মনে রেখো
এ কুরুক্ষেত্র তোমরা বানিয়েছো !
আর এ কুরুক্ষেত্র ধর্মের বিভাজনে বিশ্বাস করে না ,
সে শুধু ধর্মের পক্ষেই কথা বলে ,
উপসংহার ?
তুমি শুধু এক অংকের সমাধান কে আঁকড়ে থেকো ,
তোমাকে বধীবে যে , এই দেশেই বাড়িছে সে ,
( #মহিন )
এ ভাবে মুক্তি খুঁজো না !
বেলাভূমিতে চোরাবালিও আপন করে নেয় ,
কিছু মুহূর্তের বেচা কেনায় !
সত্যি বলতে কি !
যুক্তির পাশা খেলায় ,
কিছু শকুনিও হেলায় হারায় ,
তবুও জেনে রেখো ,
বিপ্লব একদিন আসবেই ,
মানচিত্রের আউট লাইন ধরে ,
সামলে রেখো নিজেকে , শুধু মনে রেখো
এ কুরুক্ষেত্র তোমরা বানিয়েছো !
আর এ কুরুক্ষেত্র ধর্মের বিভাজনে বিশ্বাস করে না ,
সে শুধু ধর্মের পক্ষেই কথা বলে ,
উপসংহার ?
তুমি শুধু এক অংকের সমাধান কে আঁকড়ে থেকো ,
তোমাকে বধীবে যে , এই দেশেই বাড়িছে সে ,