Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

দৈনিক সেরা কলম সম্মাননা
বিভাগ : কবিতা
শিরোনাম : ঋণাত্মক
কলমে :সজীব মজুমদার
তারিখ : 22/07/2020

            " ঋণাত্মক "

 আহত শব্দ গ্রাস যেন নীল ভাষার চিবুকে আঁতকে উঠা ঘূর্ণনস্রোত,
অক্ষরবিদ্ধের গোঙানির জ্বালা যন্ত্রনা ,
ব…


দৈনিক সেরা কলম সম্মাননা
বিভাগ : কবিতা
শিরোনাম : ঋণাত্মক
কলমে :সজীব মজুমদার
তারিখ : 22/07/2020
     
            " ঋণাত্মক "

 আহত শব্দ গ্রাস যেন নীল ভাষার চিবুকে আঁতকে উঠা ঘূর্ণনস্রোত,
অক্ষরবিদ্ধের গোঙানির জ্বালা যন্ত্রনা ,
বার্ধক্যের শূন্য চেতনার অনিত্যপ্রবাহ মন্ত্রণা ,
জড়িয়ে আছে শরীরী ভাষার প্রাঙ্গনে ওতপ্রোত ।

বিকলাঙ্গ অন্ধকার আর স্বার্থের বিষদাতের অঙ্গুরীয়কার সে তো সমান্তরাল কান্নার সমরপোত।
অবচল ব্যঞ্জনার লুটিয়ে পড়া একাকিত্বের নৈঃশব্দ যেন দিগন্তরে লেখা রক্তলিপি !
অনন্ত নিদ্রার হাহাকারে ,
উদ্বিগ্ন স্নায়ুর চক্রাকারে ;
ভূতল লুন্ঠিত তথাপি।

নোনাজলের কেন্দ্রবিমুখ কান্নার আর্তি দূষিত পরিহাসে সমর্পিত।

আগুনত্রাসের  মর্মগ্রহণ ,
নীরব মৃত্তিকার অধ্যারোপিত ;
বিনুনির বেশে দুঃখ মোচন ।

অশ্রুতে মিশে আছে ভয়
নিভৃতে নিরালায় ,
পোড়া পাথর চোখে বেদনার জীবন্ত জীবাশ্ম করে যে স্মৃতিপ্রবচন।