দৈনিক প্রতিযোগিতা
বিভাগ:কবিতা
শিরোনাম:মুখ ও মুখোশ
কলমে:শম্পা বিশ্বাস
22/7/20
পথে যেতে যেতে কত খুঁজেছি তোমায় মানুষের ভিড়ে,
জীবনের সকল কাজের ব্যস্ততায়
গুটিয়ে নিয়েছি নিজেকে ধীরে ধীরে।
মুখোশের আড়ালে আজ মুখ ঢেকে
তুমি চলে যাও দ্রুত পা…
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ:কবিতা
শিরোনাম:মুখ ও মুখোশ
কলমে:শম্পা বিশ্বাস
22/7/20
পথে যেতে যেতে কত খুঁজেছি তোমায় মানুষের ভিড়ে,
জীবনের সকল কাজের ব্যস্ততায়
গুটিয়ে নিয়েছি নিজেকে ধীরে ধীরে।
মুখোশের আড়ালে আজ মুখ ঢেকে
তুমি চলে যাও দ্রুত পায়ে
তোমার চোখে চোখ রেখে
আজ আর একবার মুখোমুখি হতে চেয়ে,
আমার অন্তরাত্মা প্রশ্ন করতে চায়,
তোমার মনুষ্যত্বের কি পুরোপুরি হয়েছে স্খলন?
কতটা নিজেকে জ্বালালে আর পোড়ালে তুমি দেখতে পাবে আমার হৃদয়ের দহন?
মুখোশে ঢাকা মুখ
মুখের অভিব্যক্তি বোঝা যায়না
চোখ তো মুখের আয়না
খোলা চোখের তারায়
ধরা পড়ে তোমার মনের অসুখ!
শম্পা বিশ্বাস©