দৈনিক সেরা কলম।সম্মাননা প্রতিযোগিতা পর্ব ২৫
#কবিতা(লাইনসংখ্যা-২০)
#হায় চাঁদ
#দেবাশিস বসু
#১৮/০৭/২০২০
ধোঁয়ার চাদরে সারাটা অবয়ব ঢেকে দাঁড়িয়ে আছো
চাঁদ, হাঘরের মতো-ফুসফুসে বিষাক্ত নিঃশ্বাস
চোখের পাতায় এখনো পিঁচুটি-অন্ধকারের
এ…
দৈনিক সেরা কলম।সম্মাননা প্রতিযোগিতা পর্ব ২৫
#কবিতা(লাইনসংখ্যা-২০)
#হায় চাঁদ
#দেবাশিস বসু
#১৮/০৭/২০২০
ধোঁয়ার চাদরে সারাটা অবয়ব ঢেকে দাঁড়িয়ে আছো
চাঁদ, হাঘরের মতো-ফুসফুসে বিষাক্ত নিঃশ্বাস
চোখের পাতায় এখনো পিঁচুটি-অন্ধকারের
এখন তো তোমার ঘুমোতে যাবার সময়
যেমন ঘুমোয় ডোভার লেনের শ্রোতা কিংবা দিল্লির ঈশ্বর
অথবা ভূত প্রেত আর সারি দিয়ে দালাল খোচর
এখন আর মাঠ ভরা চাদরের ঢেউ নেই
কিংবা রূপোলী পুঁটিরা মেলে ধরেনা নিজস্ব স্বাধীন শরীর
তেলাপিয়া ছেয়ে গেছে কালোচুল দীঘির জলে
এখন আর ভূত ভূত খেলা নেই
কলাবউ মারা গেছে বহুকাল আগে
কোনো চাঁদ চাঁদের কপালে টিপ দিয়ে যাবে না আর
শরীর নিবিড় করে কোনো চোখে চুমু খেয়ে যাবেনা
বাতাসের আঁচল বাহার
মিকি মাউস আর পোকেমন-প্যান্টালুনসে হ্যালোজেন নিয়ন
রাতজুড়ে সশব্দ বালির লরি-বালির শরীরে শৃঙ্গারে নরনারী
হায় চাঁদ,
হাজারো আলোর অন্ধকারে সার দিয়ে নগ্নিকা মাতৃসুন্দরী
তবু চাঁদ,কানাচোখ মেলে দেখো
নিরালোক ল্যাম্পপোস্টের নীচে জন্মনিরোধ সারি সারি