=: দৈনিক প্রতিযোগিতা
=: বিভাগ-কবিতা
=: শিরোনাম- " আগমনী হতে বিজয়া "
=: কলমে- মনোজ চৌধুরী
=: তাং- 21/07/2020
★*********************************★
(1)
শিউলি গন্ধে কাশ দুলিয়ে আসছে আগমনী
মাগো তুমি হৃদয় ঘিরে আছো সর্বজনী…
=: দৈনিক প্রতিযোগিতা
=: বিভাগ-কবিতা
=: শিরোনাম- " আগমনী হতে বিজয়া "
=: কলমে- মনোজ চৌধুরী
=: তাং- 21/07/2020
★*********************************★
(1)
শিউলি গন্ধে কাশ দুলিয়ে আসছে আগমনী
মাগো তুমি হৃদয় ঘিরে আছো সর্বজনী।
জগৎ জুড়ে ছেয়ে আছে তোমার আসার আভাস
উৎসবে যে ভরে গেছে আনন্দের সব বাতাস।
মহালয়ার প্রভাতে যে বাজলো আলোর বেণু
শরৎ হাওয়ায় সুরভিত ফুলের পরাগরেণু।
শিশির ভেজা ঘাসে শুনি তোমার পদধ্বনি
নব সাজে সাজবে আবার আকাশ আগমনী।
মাগো তোমার হবে আগম সিংহের উপর চড়ে
আনন্দের হাট বসবে এবার বাংলার ঘরে ঘরে।
(2)
সপ্তমীতে আসবে যেন মায়ের বাড়ি উমা
বলবে কথা মায়ের কাছে মনে যত জমা।
পায়েস খাবে,নাড়ু খাবে,খাবে নানান খাবার
মায়ের বাড়ি আসো তুমি বছর পরে একবার।
ঘরে-বাইরে জুড়ে আছো তুমি সর্বজনীন
বিদায় নেবে বলে মায়ের অশ্রু ঝরে গহীন।
মোদের ছেড়ে যাবে আবার; আসবে বছর পরে
বিজয়াতে নেবে বিদায় যাবে স্বামীর ঘরে।
নবমীতে করবে তুমি কালো শক্তির বিনাশ
তোমার সাথেই যুক্ত মোদের খুশির সর্ব উচ্ছ্বাস।