Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
পর্ব ১৪
#সেরা_কলম_সম্মাননা
তারিখঃ ২/৭/২০২০
বিভাগঃ কবিতা

#শিরোনামঃ সকলি গরল ভেল
#কলমেঃ মধুপর্ণা বসু

ভালোবাসা চিরকাল তাকে ক্ষত উপহার দেয়,
পাঁজরের রন্ধ্রে রন্ধ্রে..... খঞ্জর গেঁথেছে তার প্রিয়তম।
বাকরুদ্ধ হয়…


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা
পর্ব ১৪
#সেরা_কলম_সম্মাননা
তারিখঃ ২/৭/২০২০
বিভাগঃ কবিতা

#শিরোনামঃ সকলি গরল ভেল
#কলমেঃ মধুপর্ণা বসু

ভালোবাসা চিরকাল তাকে ক্ষত উপহার দেয়,
পাঁজরের রন্ধ্রে রন্ধ্রে..... খঞ্জর গেঁথেছে তার প্রিয়তম।
বাকরুদ্ধ হয়ে সে দেখে, দীর্ঘ পঁচিশের খেলাঘর তাকে, কি দিল?
স্বরতন্ত্রীতে আটকে আছে কথাগুলো, রাগ, ক্ষোভ, হতাশা, অভিমান, কামনার উষ্ণ প্রস্রবণ সব সব, নিজের মতো করে দুহাতে জাপটে ধরার কথা ছিলতো।
ক্ষতবিক্ষত পাঁজর সরিয়ে বলার জন্য কতবার  হাঁকপাঁক করেছে ঠোঁট,চোখে তিরতির করে নেমেছে কাজলের ধারা, চিবুক ছুঁয়েছে, স্তনের বিভাজিকা,...........
"শুধু তোমাকেই, শুধু যে তোমাকেই ভালোবাসি,'
মাধুকরী মন, বারবার কুঞ্জবনে বৃথাই গেলো,
জীবনের নাগরদোলা সেই প্রথম বসন্তের সম্পর্কে এসেই ঘর বেঁধে দিল।
গত জন্ম থেকে প্রশ্বাসের তরঙ্গে নদীর শরীর কেঁপে ওঠে,
প্রতিদিন নিষ্করুণ প্রতারণা, লাঞ্ছনা, নির্লজ্জ বেহায়াপনা দেখেও সেই একই অভ্যাসগত পথে নির্বাণের দিকে তার গতি।
মৃত্যুর মতো ভালোবাসার দিকেই নীল আকাশ খোঁজে সে।
তার শেষটা এমনই বিষাদী রাগের মোচন হবার কথা ছিলনা, কিন্তু খোদার ওপর খোদ্দারি একেই বলে..........
প্রকৃতির এই অসম্পূর্ণ ছবিতেও প্রতিটা প্রত্যঙ্গ একই কথা বলে," আমি যে শুধু তোমার ভালোবাসার ক্ষতের পুরস্কার বহন করে চলেছি"।