"শুধু তোমাদের জন্য"
মানুষের এই ভালোবাসার মধ্যে
বেঁচে থাকতে লোভ হয় বড় বেশি।
তারপর তোমাদের নিয়ে গড়ে নেব
এক কবিতার প্রাসাদ।
সে প্রসাদের চারিদিকে থাকবে পাহাড়,
কারণ পাহাড়ের সাথে জীবনের
মিল খুঁজে পাই অনেক বেশি।
জীবন তো পাহাড়…
"শুধু তোমাদের জন্য"
মানুষের এই ভালোবাসার মধ্যে
বেঁচে থাকতে লোভ হয় বড় বেশি।
তারপর তোমাদের নিয়ে গড়ে নেব
এক কবিতার প্রাসাদ।
সে প্রসাদের চারিদিকে থাকবে পাহাড়,
কারণ পাহাড়ের সাথে জীবনের
মিল খুঁজে পাই অনেক বেশি।
জীবন তো পাহাড়ের মতোই
উঁচু-নিচু,অসমতল।
মেঘলা দিনে তোমারা তখন আমার
সখের বৃষ্টি বিন্দু।
জোৎস্না বেলার গভীর রাতে,তন্দ্রা যখন
ঘুমিয়ে পড়ে সবার চোখে-
তখন আমার জাগার পালা।
পদ্ম পাতায় জলের মত
দেখবে আমি জেগেই আছি।
এ জীবনে পাওয়ার অঙ্ক অনেক বেশি,
না পাওয়া টাও অনেক পাওয়া।
ফুলের গন্ধে,বিষের ছোঁয়ায়
চলতে গিয়ে হোঁচট খাওয়ায়-
আমি হব ঘাটের নৌকা তোমরা হবে মাঝি তখন।
একসাথেতে বাঁধন হবে শক্ত গিঁটে,
আমি তখন মুক্ত খুঁজি সাগর ডুবে।
পথ যদি শুধোয় তখন,- ক্লান্ত হলে,নীরব পথিক?
বলবো আমি,- যদি আমি ঝড়েই পড়ি
শুকনো পাতার ছদ্মবেশে,
ওরা আছে তুলে নেবে যত্ন করে,
শীতের রাতের আগুন হব
গা পোহাবে উষ্ণ আঁচে।।
তনুশ্রী