Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

তখন পালাবার জো পাবেন না (বিকাশ দাস / মুম্বাই)
কথা দিচ্ছি
যা কিছু আছে,
এক কথায় ছেড়ে দেবো -
আমার ঘর বাড়ি জমি জমা।
আমি মরলে
আমার শব ছেড়ে দেবেন।
যেন সন্তানের হাতে মুখাগ্নি পাই।
প্লীজ। লাশ লোপাট করবেন না।
কি দেখছেন গলায় অর্ধবৃত্ত নীল…


তখন পালাবার জো পাবেন না (বিকাশ দাস / মুম্বাই)
কথা দিচ্ছি
যা কিছু আছে,
এক কথায় ছেড়ে দেবো -
আমার ঘর বাড়ি জমি জমা।
আমি মরলে
আমার শব ছেড়ে দেবেন।
যেন সন্তানের হাতে মুখাগ্নি পাই।
প্লীজ। লাশ লোপাট করবেন না।
কি দেখছেন গলায় অর্ধবৃত্ত নীলচে নিশান?
ফাঁসি দিলে যেমন পড়ে
না না মা বলতেন- এটা আমার জন্মদাগ।
আপনারা যা বলবেন আমি তাই করবো।
যা শেখাবেন তাই শিখবো। এছাড়া আর কিচ্ছুটি বলবো না।
থানায় যাবো না। কোর্টকাছারির মুখোমুখী হবো না।
মুখ বন্ধ রাখবো। টু শব্দ পর্যন্ত করবোনা।
স্যার। কিছু একটা করুন।
শাসক দল বড্ড জ্বালাচ্ছে।
মা বোনদের কাপড় টানছে । ধর্ষণের ভয় দেখাচ্ছে।
আমার অপরাধ নেবেন না।
আত্মহত্যা করতে আত্মায় বাধছে।
সারারাত ঝুলে আছি দড়িতে
টুটির সভ্যতার নিশ্বাস নিঃশেষ হয়ে আসছে
আমার মড়া দেহ আমার বাড়ির দায়িত্বে তুলে দেবেন।
আত্মহত্যা করেছে বলে রটিয়ে দেবেন কিন্তু ভুলেও
পোস্টমর্টেম করতে দেবেন না
মনে রাখবেন শাসন আইন আপনাদের পকেটে চললেও
হিতে বিপরীত হতে পারে মানুষের চোখে পড়লে।
এখনও মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে
প্রতিবাদের ঝড় মাথায়।
তখন চাইলেও পালাবার জো পাবেন না।