মন খারাপের চিঠি
কাজল দাস
এখন আর অবকাশ নেই তোকে ভাবার
ভাবের নদী এখন একাই বইতে জানে
খুব কান্নায় রাত কেটেছে হারিয়ে যাবার
এখন খুবই স্পষ্ট আসল প্রেমের মানে
এখন তোকে সময় পেলেই ভুলে থাকি
মন খারাপের বিকেল নামে দু'চোখ বেয়ে
বুকের …
মন খারাপের চিঠি
কাজল দাস
এখন আর অবকাশ নেই তোকে ভাবার
ভাবের নদী এখন একাই বইতে জানে
খুব কান্নায় রাত কেটেছে হারিয়ে যাবার
এখন খুবই স্পষ্ট আসল প্রেমের মানে
এখন তোকে সময় পেলেই ভুলে থাকি
মন খারাপের বিকেল নামে দু'চোখ বেয়ে
বুকের ভেতর উড়নচণ্ডী কালবোশেখী
কেমন করে বুঝবি -রে তুই সোনার মেয়ে
তোর ঠিকানায় মেঘ জমেছে- ভর দুপুরে
বইয়ের ভাঁজে বৃষ্টি আজো রঙিন খামে
ভাবছি না আর,হাঁটছি একাই শহর জুড়ে
সময় পেলেই নিয়য় ভেঙে সন্ধ্যে নামে।
চলতে পথে অনেক ছোঁয়াই ছায়াছবির
আপোষ ভেঙে অন্যমনে তোকে খোঁজে
স্বপ্ন গুলো আজও বাঁচে- রাত বিরোধী
শব্দ ভাঙার অর্থ কেবল বালিশ বোঝে।