দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব - ২২
কবিতা - ফিরে দেখা
কলমে -- শ্যামল ব্যানার্জী
তারিখ - ১৫/০৭/২০২০
তোর ইচ্ছে হলে আসতে পারিস।
আমার অঢেল অবসর দিয়েছি তোকে।
এক চিলতে ঘরে তোর ইচ্ছে গুলো আজও গুমরে কাঁদে জানি ,
দেওয়াল ঘড়িট…
দৈনিক সেরা কলম সন্মাননা প্রতিযোগিতা পর্ব - ২২
কবিতা - ফিরে দেখা
কলমে -- শ্যামল ব্যানার্জী
তারিখ - ১৫/০৭/২০২০
তোর ইচ্ছে হলে আসতে পারিস।
আমার অঢেল অবসর দিয়েছি তোকে।
এক চিলতে ঘরে তোর ইচ্ছে গুলো আজও গুমরে কাঁদে জানি ,
দেওয়াল ঘড়িটা আজও টিকটিক করে।।
কাদা পায়ে মেখে মেঠো আলপথে, মাটির গন্ধ গায়ে, তোকে মাটির মানুষ হয়েই আসতে হবে এমনটা নয়।।
আমার কাছে আজ আর প্রত্যাশা করিস না কিছু,
আমি মনের কাছে বহুদিন ধরে দেউলিয়া, রাখিনি ধরে আজ কিছুই নিজের করে,
এমনকি তোকেও রেখেছি দুরে বহুদূরে।।
তবুও একদিন অবেলায় পৃথিবীর কাছে শিখেছি অনেক,
টানাপোড়েনের বুনোটা জালে নিজেকে নিয়েছি একলা করে,
তবু সেই একলা মনে, একলা পথে, পেয়েছি সর্বহারার সুখ।।
তুই চেয়েছিলি বলে, একদিন লিখেছি কবিতা,
তুই বলেছিলি বলে, আমি দেখতে শিখেছি তোর চোখে,
তোর হাত ধরে মেঝেতে এঁকেছি আলপনা,
শিখেছি রান্না করা তোকে খাওয়াবো বলে।
তবু কেন মাঝখানে ছাড়াছাড়ি বলতে পারিস?
অযথা সময় নষ্ট নস্টালজিক ভাবনায়, সত্যিই কি মন আলাদা হয় কখনো, চাইলে আজ আসতে পারিস।।
আমার চেনা শব্দগুলো হারিয়ে গেছে আজ
কবিতা আমার লাশ কাটা ঘরে শুয়ে আছে,
পুঞ্জিত অভিমান আমার একলা ঘরে অন্ধকারে,
দেওয়াল ঘড়িটা আজও তোর পথ চেয়ে টিকটিক করে।।