কথা দিলাম আজ
তনুজা চক্রবর্তী
ঘরে থাকলেও ভুলে যাব না কিছুই
কথা দিলাম আজ---
সূর্য উঠবে, রাতের আকাশ
সাজাবেও চাঁদ তারা ;
সাথী আমি ঘরে বসেই ওদের দিয়ে পৌঁছে দেব খবর,
ভালো আছে স্বজন-বন্ধু
আশেপাশের পাড়া।
ঘরে থাকলেও ভুলে যাব না কিছুই
কথা…
কথা দিলাম আজ
তনুজা চক্রবর্তী
ঘরে থাকলেও ভুলে যাব না কিছুই
কথা দিলাম আজ---
সূর্য উঠবে, রাতের আকাশ
সাজাবেও চাঁদ তারা ;
সাথী আমি ঘরে বসেই ওদের দিয়ে পৌঁছে দেব খবর,
ভালো আছে স্বজন-বন্ধু
আশেপাশের পাড়া।
ঘরে থাকলেও ভুলে যাব না কিছুই
কথা দিলাম আজ---
মুড়ি বাদাম আর গরম চায়ের সাথে ,হাসি মুখের নানান কথা
শুনেছিলাম সব---
উল্টোপাল্টা সাজিয়ে তাদের
ভরাব সাদা পাতা,
দেখব তখন নীরব থেকে হয়েছে আবার সরব ;
নতুন করে হরেক কিসিম কথা।
মুখগুলো সব উঠতো রেঙে
গোঁফের ফাঁকে মুচকি হাসির খেলা;
কেটে গেছে বিকেল থেকে
অনেক সন্ধ্যাবেলা।
তুলে এনে নানান বিষয়,
হঠাৎই ওঠা আলোচনার ঝড়;
একটু দূরে ঠোঁট থেকে ঠোঁট ঘুরে
ধোঁয়ার গন্ধ ভরা চারিপাশ।
গুলতানি আর কথার পিঠে কথা
ছিল না কোথাও ভাবনা কোনো ত্রাস,
ঘরে থাকলেও ভুলে যাব না কিছুই
কথা দিলাম আজ--
এখন শুধুই কয়েকটা দিন
থাকব ঘরে বসে,
সবার ভালো থাকার কথা ভেবে
আবার ঠিক আগের মতই
ফিরব সবাই গল্পে কথায় ,
আসবে সকাল গড়িয়ে বেলা
বিকেল থেকে সন্ধ্যা যাবে কেটে--
গভীর ঘুমে হারিয়ে যাবে রাত,
ভোরের ঘাসে পায়ের পাতা
তুলবে মধুর ধ্বনি ,মাড়িয়ে মৃত্যু ত্রাস ।
ঘরে থাকলেও ভুলে যাব না কিছুই
কথা দিলাম আজ--