ক্যাসিওপিয়া ---সাহিত্য-- পত্রিকা কর্তৃক দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-১৯
বিষয়- গদ্য কবিতা
শিরোনাম- ওরা কেউ মানুষ নয়
কলমে-সৌগত ঘোষ
তারিখ- ১২/৭/২০২০
যে শহর গড়ে ওঠে তোমাদের হাতে
সেখানে উঁচু উঁচু অট্টালিকা আকাশ ছুঁতে চ…
ক্যাসিওপিয়া ---সাহিত্য-- পত্রিকা কর্তৃক দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা পর্ব-১৯
বিষয়- গদ্য কবিতা
শিরোনাম- ওরা কেউ মানুষ নয়
কলমে-সৌগত ঘোষ
তারিখ- ১২/৭/২০২০
যে শহর গড়ে ওঠে তোমাদের হাতে
সেখানে উঁচু উঁচু অট্টালিকা আকাশ ছুঁতে চাইছে
সেই অট্টালিকার এক কোণা ও তোমাদের কেন নয়?
মানুষের মুখোশে যে ওরা কেউ মানুষ নয়।
যে ধনীদের গৃহে রয়েছে খাদ্য ভাণ্ডার
তোমাদের চাষের অনাজে ভরে উঠেছে খাদ্যশস্য
আজ তোমাদের শিশুরা অভুক্ত, এ কি অন্যায় নয়?
মানুষের মুখোশে যে ওরা কেউ মানুষ নয়।
পার হতে হচ্ছে হাজারো মাইল তোমাদের কে পায়ে হেঁটে
আহত হচ্ছে নিহত হচ্ছে জীবনের এই দুর্গম পথে
হয়না কখনও এর বিচার এ কি মনুষ্যত্বের পতন নয়?
মানুষের মুখোশে যে ওরা কেউ মানুষ নয়।
অনন্তকাল হতে তোমরা গরীবেরা কেন লাঞ্ছিত অপমানিত
সমাজের কাছে তোমরা বিলিয়ে দিয়েছ নিজের পরিচয়
সব কাজের শেষে পেয়েছ পরিহাস ভরা উপহাস একি আগামী যুদ্ধের সূচনা নয়?
মানুষের মুখোশে যে ওরা কেউ মানুষ নয়।