Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-সম্মাননা

ক্যাসিও পিয়া দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা ( পর্ব - ১৯)
*************************************************************
#অনুগল্প

প্রকারান্তরে
***********
অফিস থেকে হন্তদন্ত হয়ে ফিরলো শুভ্র। তিথি ছুটে এলো,
- কী হয়েছে?
- কি অ…


ক্যাসিও পিয়া দৈনিক সেরা কলম সম্মাননা প্রতিযোগিতা ( পর্ব - ১৯)
*************************************************************
#অনুগল্প

প্রকারান্তরে
***********
অফিস থেকে হন্তদন্ত হয়ে ফিরলো শুভ্র। তিথি ছুটে এলো,
- কী হয়েছে?
- কি অার হবে, এবার বোধহয় চাকরিটাই থাকবেনা!
- মানে, কি যা তা বলছো?
- যা তা নয়, তিথি, আমি একদম ঠিক বলছি।
- কি হয়েছে শুভ্র? আমাকে একটু খুলে বলবে?
- একটা কনফিডেন্সিয়াল ফাইল টেবিল থেকে চুরি হয়ে গেছে। কেউ ইচ্ছে করেই করেছে এটা, আমাকে ফাঁসাতে।
- এখন তো সবকিছুই কম্পিউটার আপডেট থাকে।
- হ্যাঁ, সেই থেকেই ডুপ্লিকেট ফাইল একটা রেডী করেছি, কিন্তু এর মাঝে নতুন G.M. এসেছেন। তাকে সই করানোই ঝক্কি! কথায় কথায় টার্মিনেট করেন। অত্যন্ত বদমেজাজি।
- তাহলে তো খুব চিন্তার ! কি করবে ভাবছো?
- জানিনা। তবে, collegue রা বলেছিলো, G.M. নাকি মহিলাদের প্রতি দুর্বল। তা তুমি, যদি একটু সাহায্য করো তো, এযাত্রা চাকরি, ফ্যামিলি সব বাঁচে!
- আমি ! মানে?
- বেশি কিছুনা। তুমি ওনার ফ্ল্যাটে যদি একবার যাও, একটু গল্প গুজব করে ফাইলটা কোনো মতে সই করিয়ে আনো, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো। তারপর আমি ট্রান্সফার নিয়ে চলে যাবো এখান থেকে।
- আমায় এভাবে তুমি অসম্মানিত হতে যেতে বলছো শুভ্র?
- Please তিথি, please. আমাদের সন্তানের মুখ চেয়ে....

তিথি ,সত্যিই বাবাইয়ের দিকে তাকিয়ে থাকে, ওর চোখ দিয়ে টপটপ করে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ে।

ঋভুর ঘরের দরজায়, তিথি knock করে, পেছন ফিরে বসে থেকেই ঋভু বলে,

"File সই করে দিয়েছি। আপনি না এলেও করে দিতাম। যে সমস্ত মানুষ নিজের স্ত্রীকে পর পুরুষের ঘরে নির্দ্বিধায় পাঠাতে পারে, তাদের আমি ঘৃণা করি। আপনি এসেছেন সংসার সন্তান বাঁচাতে ! তবে নিজেকে সম্মান করতে শিখুন ম্যাডাম! আর হ্যাঁ ঋভু ভট্টাচার্য, কোনো মহিলাকে সম্মান করতে না পারলেও, অসম্মান করেনা। যাকে ভালোবাসে তাকেই চায়, জীবনভর চায়। দেখে নিন আমার প্রিয় নারীকে! ওইযে ওখানে...
আর কোনোদিন এভাবে নিজেকে বেচতে যাবেননা। এবারে আসুন।..."

নিজের ছবিটাতে চোখ আটকে যায় তিথির। কলেজের ফাংশানের ...! কোনোমতে কান্না চেপে, ফাইল নিয়ে চলে আসে। শুধু লিখে রেখে আসে ক'টি কথা...

"ঋভুদা,

তুমি অপমান করে প্রকারান্তরে আমায় সম্মানই করেছো আর আমি নিজেকে বেচিনা গো, তোমার নামটা জেনেই, নিঃসঙ্কোচে এসেছিলাম। ...ভালো থেকো।
                                                                                                                                            তিথি"

দেবযানী
12/7/20
(শব্দ সংখ্যা 226)