দৈনিক সেরা কলম সম্মাননা
বিভাগ- কবিতা
#শ্রাবণ_এলো
✍️মমতা রায়
২২/০৭/২০
-----------------------------------
শ্রাবণ এলো আমার ঘরে
বৃষ্টি পাড়ায় পাড়ায়,
মনের ঘরে খুশির প্লাবন
ভেজায় অঝোর ধারায়।
হৃদয় জুড়ে জোয়ার জলে
ডুবলো অলিগলি,
হৃদ …
দৈনিক সেরা কলম সম্মাননা
বিভাগ- কবিতা
#শ্রাবণ_এলো
✍️মমতা রায়
২২/০৭/২০
-----------------------------------
শ্রাবণ এলো আমার ঘরে
বৃষ্টি পাড়ায় পাড়ায়,
মনের ঘরে খুশির প্লাবন
ভেজায় অঝোর ধারায়।
হৃদয় জুড়ে জোয়ার জলে
ডুবলো অলিগলি,
হৃদ কাননে উথলি প্রেম
ফুটলো কদম কলি।
মন ময়ূরী পেখম মেলে
মেঘের ঘনঘটায়,
ভিজবে সে আজ মনের সুখে
মাতাল বৃষ্টি ফোঁটায়।
ঝম ঝমা ঝম বৃষ্টি নাচন
নূপুর রিনিঝিনি,
টুপ টুপ টুপ মুক্তো ঝরে
বাজায় সে কিঙ্কিণী।
ছলাৎ ছলাৎ ছলকে ওঠে
সোহাগ শিহরণে,
চোখের তারায় স্বপ্ন ভাসে
কালের সন্ধিক্ষণে।