অনামিকা চোখ //
✍ কেয়া সরকার গুহ রায়
তাং ২২/০৭/২০
বহুদিন বাদে নাগরিক ব্যস্ততার ভিড়ে অপ্রত্যাশিত পরিচিত মুখ।
উড়ে আসা শিমুল পালক।
হলুদ বনে পাতা খসা দুপুরের গল্প।
ভুলে যাওয়া পুরনো ডাইরির পিঙ্গল ছেঁড়া খুঁড়া পাতা, নরম নাভিমূলের ঘাস ফু…
অনামিকা চোখ //
✍ কেয়া সরকার গুহ রায়
তাং ২২/০৭/২০
বহুদিন বাদে নাগরিক ব্যস্ততার ভিড়ে অপ্রত্যাশিত পরিচিত মুখ।
উড়ে আসা শিমুল পালক।
হলুদ বনে পাতা খসা দুপুরের গল্প।
ভুলে যাওয়া পুরনো ডাইরির পিঙ্গল ছেঁড়া খুঁড়া পাতা, নরম নাভিমূলের ঘাস ফুল গন্ধ।
বালি খসা এঁদো গলি, আনাচকানাচে ডাগর স্থির অনামিকা চোখ।
বেসুরো ঘুঙুরের রুদালি।
সয়ম্বরা রাত আঁচল বিকায় অসহায় মাতৃত্ব।
নিলাম হয় শিশু উদর চৌপট্টির দুধ হাটিতে।