চব্বিশ ঘন্টা
27.07.2020
মেঘ রোদের খেলা দেখার মত
হালকা রঙিন ইচ্ছে কাঁপে যত
আলগা শরীর ভর করেই চলা
জল তরঙ্গে বুকের ভিতর ভেলা
চলতে থাকে অবিরাম।
যখন তখন বায়না যেন ধরে
রাতের হওয়া আতর গলি ধরে
খোঁজ করেই গন্ধ আনুক কণা
রাত কবিতা পাতায় ঝরে…
চব্বিশ ঘন্টা
27.07.2020
মেঘ রোদের খেলা দেখার মত
হালকা রঙিন ইচ্ছে কাঁপে যত
আলগা শরীর ভর করেই চলা
জল তরঙ্গে বুকের ভিতর ভেলা
চলতে থাকে অবিরাম।
যখন তখন বায়না যেন ধরে
রাতের হওয়া আতর গলি ধরে
খোঁজ করেই গন্ধ আনুক কণা
রাত কবিতা পাতায় ঝরে বিমনা
ছন্দ বাঁকে ভরাযাম ।
মধ্যবিত্ত ভাবনাগুলো বলতে থাকে
পথ হারাবে নৈসর্গ ওঙ্কার হাঁকে
লোভ আগ-বাড়িয়েই এখন হাঁটা
মানচিত্র ভিজে রামধনু বলে টা-টা
ঋতুর গুণে ফুলফল।
উত্তাল নদী মোহনায় অনন্ত ছোটে
আকাশ কলজে ফাটিয়ে গর্জে ওঠে
ধমনীর রক্ত যখন টালমাটাল হয়
বন্ধ দরজা হুড়কো খুলে জানায়
আদম সুমারির ফলাফল ...
(কলকাতা)
©Sonali Mandal Aich